অ্যামোলেড ডিসপ্লে ও ৮০ ওয়াট সুপারফাস্ট চার্জিংয়ের সঙ্গে দুর্দান্ত ফোন লঞ্চ করল Vivo

ভিভো ভি৪০ সিরিজের পঞ্চম ফোন লঞ্চ হয়ে গেল। ভি৪০ ৫জি, ভি৪০ লাইট ৫জি, ভি৪০এসই ৫জি, এবং আপকামিং ভি৪০ প্রো ৫জি’র পর এবার হাজির ভিভো ভি৪০…

Vivo V40 Se 4G Launched Check Price Specs Features

ভিভো ভি৪০ সিরিজের পঞ্চম ফোন লঞ্চ হয়ে গেল। ভি৪০ ৫জি, ভি৪০ লাইট ৫জি, ভি৪০এসই ৫জি, এবং আপকামিং ভি৪০ প্রো ৫জি’র পর এবার হাজির ভিভো ভি৪০ এসই ৪জি। এই ফোনে কোনও ৫জি সাপোর্ট না থাকলেও, ফিচার্সে কমতি নেই। অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ফোনটির ইউএসপি। চলুন ভিভো ভি৪০ এসই ৪জি’র খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভিভো ভি৪০ এসই ৪জি স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভোর এই নতুন ফোনের সামনে ৬.৬৭ ইঞ্চি ই৪ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন, ও ১২০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য মিলবে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। জল থেকে রক্ষার জন্য ফোনটি আইপি৬৪ রেটিং পেয়েছে।

ভিভো ভি৪০ এসই ৪জি র‍্যাম ভার্চুয়ালি ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সুযোগ দেবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর ফানটাচ ১৪ সফটওয়্যারে রান করবে। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা, ও একটি ফ্লিকার সেন্সর বর্তমান। সেলফি ও ভিডিও কলিং করার জন্য ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ভিভো ভি৪০ এসই ৪জি দাম

ভিভো এই ফোনটি চেক রিপাবলিকে লঞ্চ করেছে। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ১৭,৮০০ টাকা। এটি ক্রিস্টাল ব্ল্যাক ও লেদার পার্পেল কালার অপশনে উপলব্ধ। পার্পেল এডিশনে ভিগান লেদার দিকে তৈরি ব্যাক প্যানেল মিলবে। এটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি।