Ultra ভিশন ডিসপ্লে ও 44W ফাস্ট চার্জিং সহ দুর্দান্ত ফোন আনল Vivo, এদেশে কবে আসবে

ভিভো তাদের ফোল্ডেবল ফ্ল্যাগশিপ, Vivo X Fold 3 এবং X Fold 3 Pro ছাড়াও V40 SE 5G নামে একটি ফোন নিয়ে এসেছে। X Fold সিরিজের…

ভিভো তাদের ফোল্ডেবল ফ্ল্যাগশিপ, Vivo X Fold 3 এবং X Fold 3 Pro ছাড়াও V40 SE 5G নামে একটি ফোন নিয়ে এসেছে। X Fold সিরিজের টার্গেট প্রিমিয়াম মার্কেট হলেও, Vivo V40 SE মিড-রেঞ্জ সেগমেন্টকে লক্ষ্য করে এসেছে। দাম অফিশিয়াশি ঘোষণা না হলেও, ইউরোপের লিস্টিং প্রকাশ করেছে যে, এটি ইউরো 2024-এর অফিসিয়াল স্মার্টফোন হবে। Vivo V40 SE-তে রয়েছে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5,000 এমএএইচ ব্যাটারি। চলুন ফোনটির খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo V40 SE 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ভি40 এসই 5জি-তে 1,080 x 2,400 পিক্সেলের রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,200 নিট পর্যন্ত উজ্জ্বলতার সাথে বড় 6.67-ইঞ্চি আল্ট্রা ভিশন অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এইচডিআর কন্টেন্টের জন্য এই স্ক্রিনের উজ্জ্বলতা 1,800 নিট পর্যন্ত পৌঁছাতে পারে, যা সূর্যালোকে উচ্চমানের দৃশ্যমানতা প্রদান করবে বলে আশা করা যায়। ডিসপ্লেটি প্রাণবন্ত রঙের জন্য ডিসিআই-পি3 কালার গ্যামট কভার করে।

ভিভো ভি40 এসই 5জি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট দ্বারা চালিত। যদিও এটি প্রিমিয়াম গ্রেডের প্রসেসর নয়, তবে দৈনন্দিন কাজ এবং লাইট গেমিং ভালোভাবেই পরিচালনা করতে সক্ষম। ফোনটিতে 8 জিবি এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং 256 জিবি ইউএফএস 2.2 স্টোরেজ মিলবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত প্রসারিত করা সম্ভব। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচওএস 14 কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, Vivo V40 SE 5G-এর পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের সহায়ক সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo V40 SE 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এটি প্রায় 24.5 মিনিটের মধ্যে 50% পর্যন্ত চার্জ হতে পারে। এছাড়াও, বর্ধিত ব্যাটারি লাইফ এবং নিরাপত্তার জন্য স্মার্ট চার্জিং ইঞ্জিন 2.0 এবং ওভারনাইট চার্জিং প্রোটেকশনের মতো ফিচার্স অফার করে।

উল্লেখ্য, Vivo V40 SE 5G দুটি কালার অপশনে এসেছে – একটি হল কম্পোসাইট প্লাস্টিক ব্যাক সহ ক্রিস্টাল ব্ল্যাক এবং অপরটি হল ভিগান লেদার ব্যাক সহ লেদার পার্পল। উভয়ই একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য IP54 রেটিং অফার করে। ভিভো খুব শীঘ্রই দাম প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনটি ভারতে আসবে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।