Vivo ডাবল ধামাকা দিতে চলেছে, V30 সিরিজ লঞ্চের পরেই আসছে এই স্মার্টফোন

ভিভো গত বছর ডিসেম্বরে চীনে Vivo S18 সিরিজ লঞ্চ করেছে। এটি ভারত সহ আন্তর্জাতিক বাজারে Vivo V30 সিরিজ নামে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা চলছে। ইতিমধ্যেই,…

ভিভো গত বছর ডিসেম্বরে চীনে Vivo S18 সিরিজ লঞ্চ করেছে। এটি ভারত সহ আন্তর্জাতিক বাজারে Vivo V30 সিরিজ নামে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা চলছে। ইতিমধ্যেই, Vivo V30 মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC), আইএমডিএ (IMDA), থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি Vivo V30-এর পর V31 এবং V33 সিরিজ স্কিপ করে একেবারে Vivo V40 সিরিজ লঞ্চের পথে হাঁটবে।

ভিভো V40 সিরিজটি Vivo V30 সিরিজের উত্তরসূরি হতে চলেছে

ভিভো মূলত তাদের ভি সিরিজের স্মার্টফোনগুলিকে বিজোড় সংখ্যার সাথে লঞ্চ করে থাকে, যার মধ্যে ভিভো ভি২৫, ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৯ সিরিজ রয়েছে। তবে, ব্র্যান্ডটি কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে জোড় সংখ্যা সহ ভি সিরিজের স্মার্টফোনও উন্মোচন করেছে, যার মধ্যে রয়েছে ভিভো ভি২০ এবং আসন্ন ভিভো ভি৩০ সিরিজ। ৯১মোবাইলস হিন্দি দাবি করেছে, ভিভো আন্তর্জাতিক বাজারে ভিভো ভি৩১, ভি৩৩ এবং ভি৩৫ সিরিজ লঞ্চ করবে না। স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজের আত্মপ্রকাশের পর গ্যালাক্সি এস২০ সিরিজ বাজারে আসার মতোই ভিভোও ভি৩০-এর পর ভি৪০ সিরিজে জাম্প করবে।

রিপোর্টটি নিশ্চিত করেছে যে, ভিভো এই বছরের দ্বিতীয়ার্ধে Vivo V40 সিরিজ বাজারে আনবে৷ তবে ইন্ডাস্ট্রির সূত্রগুলি থেকে নির্দিষ্টভাবে জানা গেছে যে আসন্ন V-সিরিজটি আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে ভারত সহ আন্তর্জাতিক বাজারে লঞ্চ হতে পারে৷ Vivo V40 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে, রিপোর্টটি প্রকাশ করেছে যে আসন্ন স্মার্টফোনগুলিতে V30 সিরিজের তুলনায় উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাবে।

উল্লেখ্য, Vivo V40 সিরিজের হ্যান্ডসেটগুলি বড় ক্যামেরা সেন্সর সহ আসবে। ভিভো জল ও ধুলো প্রতিরোধের জন্য এই ফোনগুলিকে আইপি রেটিং দ্বারা সজ্জিত করতে পারে। ইতিমধ্যেই, আসন্ন Vivo V40 Lite 5G V2337 মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে। V40 Lite 5G স্মার্টফোনের আইএমইআই লিস্টিং ইঙ্গিত দেয় যে, স্মার্টফোনটি এবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে।