Vivo V40e 5G আজ অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হল। ফোনটির দাম শুরু হয়েছে ২৮,৯৯৯ টাকা থেকে। আগামী মাস থেকে এর সেল শুরু হবে। Vivo V40e 5G স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে থ্রিডি কার্ভড ডিসপ্লে ও ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটি স্লিম ও প্রিমিয়াম ডিজাইন সহ এসেছে। আসুন নতুন এই ভিভো ফোনের সমস্ত স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Vivo V40e 5G Price in india: ভিভো ভি৪০ই ৫জি এর ভারতে দাম ও সেলের তারিখ
Vivo V40e 5G ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৮,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি দুটি কালারে এসেছে – রয়্যাল ব্রোঞ্জ এবং মিন্ট গ্রিন।
আগামী ২ অক্টোবর এর প্রথম সেল অনুষ্ঠিত হবে। ভিভো ভি৪০ই ৫জি ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে। আপাতত ফোনটি প্রি-বুকিং করা যাচ্ছে।
সেল অফারের কথা বললে, ভিভো ভি৪০ই ৫জি কেনার সময় ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই ও ১০ শতাংশ এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। আর HDFC এবং SBI ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ১০ শতাংশ ডিসকাউন্টে ফোনটি কিনতে পারবেন।
Vivo V40e 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ভি৪০ই ৫জি ফোনে আছে ৬.৭৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৯২ পিক্সেল) 3D কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করবে। এই ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি LPDDR4X র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।
ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলে। ফোনটিতে রয়েছে এআই ইরেজার এবং এআই ফটো এনহ্যান্সার ফিচার। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। Vivo V40e 5G হ্যান্ডসেটে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP64 রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo V40e 5G স্মার্টফোনে অরা লাইট ইউনিট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলের এর সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সামনের এবং পিছনের উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
ব্যাটারির কথা বললে, নতুন ভিভো ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ডুয়েল ৫জি, ফোরজি এলটিই, ওয়াই-ফাই, জিপিএস, ওটিজি, ব্লুটুথ ৫.৪ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।