ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলে প্রায় 3000 টাকা কম দামে Vivo V40e, সামনে ও পিছনে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

25 থেকে 30 হাজার টাকার মধ্যে ভিভোর একটি সেরা ক্যামেরা স্মার্টফোনের নাম Vivo V40e। এতে 50 মেগাপিক্সেল সেলফি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে।

Julai Mondal 8 Dec 2024 7:55 PM IST

Vivo ফোনের ক্যামেরা নিয়ে নতুন করে কিছু বলার নেই।‌ কম দামী হোক বা প্রিমিয়াম, সংস্থার সব ডিভাইসেই ভালো ক্যামেরা পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা 25 থেকে 30 হাজার টাকার মধ্যে ভিভোর একটি সেরা ক্যামেরা স্মার্টফোনের বিষয়ে বলবো। এই ডিভাইসের নাম Vivo V40e। এতে 50 মেগাপিক্সেল সেলফি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা আছে। আর এর 8 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ফ্লিপকার্টে এখন রাখা হয়েছে 28,999 টাকা। 13 ডিসেম্বর পর্যন্ত পর্যন্ত চলা ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলে 2,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টে এটি পাওয়া যাচ্ছে।

যেকোনো ব্যাঙ্ক কার্ডেই এই অফার রয়েছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে 2,875 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে 28,400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আদায় করা যেতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Vivo V40e এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভোর এই ডিভাইসে 6.77 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি 8 জিবি এলপিডিডিআর4এক্স র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যায়। ফোনটি ডাইমেনসিটি 7300 চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দেওয়ার জন্য এই ডিভাইসে রয়েছে 5500mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

Show Full Article
Next Story