বাজেটের মধ্যে নতুন 5G ফোন আনছে Vivo, থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Vivo শীঘ্রই একটি নতুন বাজেট 5G ফোন বাজারে আনছে। গত সপ্তাহে V2156FA মডেল নম্বরের ফোনটি চীনের TENAA সাইটে অন্তর্ভুক্ত হয়েছিল। যদিও তখন এর ফিচার সম্পর্কে…

Vivo শীঘ্রই একটি নতুন বাজেট 5G ফোন বাজারে আনছে। গত সপ্তাহে V2156FA মডেল নম্বরের ফোনটি চীনের TENAA সাইটে অন্তর্ভুক্ত হয়েছিল। যদিও তখন এর ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এখন এর ডেটাবেস আপডেট করা হয়েছে। জানা গেছে Vivo V2156FA ফোনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি থাকবে। আসুন ফোনটির অন্যান্য ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

টেনা লিস্টিং থেকে জানা গেছে যে, আসন্ন এই ভিভো ফোনের সামনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) এলসিডি। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে ২.২ গিগাহার্টজ সিপিইউ। ফোনটি ৬ জিবি/৮ জিবি/১২জিবি র‌্যাম ও ১২৮ জিবি/২৫৬জিবি/৫১২জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Vivo V2156FA ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, এতে ৪,০০৫ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। যদিও চার্জিং স্পিড সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনটির পরিমাপ হবে ১৬৩.৮৪ x ৭৫.০০ x ৭.৭৯ মিমি। আর ওজন হবে ১৭৫ গ্রাম।