ফোল্ডেবল ফোনের বাজারে প্রতিযোগিতা শেষ করবে Vivo, ক্যামেরা দেখলে চমকে যেতে হবে

Vivo X Fold 3 সিরিজ সম্পর্কিত একাধিক প্রতিবেদন সামনে আসার পর, এটা আর গোপন নেই যে ভিভো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করার…

Vivo X Fold 3 সিরিজ সম্পর্কিত একাধিক প্রতিবেদন সামনে আসার পর, এটা আর গোপন নেই যে ভিভো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। স্ট্যান্ডার্ড মডেলটি সাশ্রয়ী মূল্যের হবে এবং Pro ভ্যারিয়েন্ট ফ্ল্যাগশিপ ফিচার্স অফার করবে বলে শোনা যাচ্ছে। এখন Vivo X Fold 3-এর ক্যামেরা সম্পর্কিত তথ্যগুলিও ফাঁস হয়ে গিয়েছে। যা দেখলে চোখ কপালে উঠবে।

Vivo X Fold 3-এর ক্যামেরা স্পেসিফিকেশন

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-তে ভিভো এক্স ফোল্ড ৩-এর ক্যামেরা সেটআপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০এইচ সেন্সর অবস্থান করবে। প্রধান সেন্সরটি আবার ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের সাথে যুক্ত থাকবে যা ২x অপটিক্যাল জুম এবং ৪০x পর্যন্ত ডিজিটাল জুম অফার করবে।

ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। টিপস্টার তার পোস্টে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো মডেলের ক্যামেরা সিস্টেম সম্পর্কেও তথ্য শেয়ার করেছেন। তবে তিনি আগের একটি পোস্টে ইতিমধ্যেই একই বৈশিষ্ট্য উল্লেখ করেছিলেন। তার মতে, ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের টপ-এন্ড মডেলটি ৫০ মেগাপিক্সেলের ওভি৫০এইচ প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওভি৬৪বি পেরিস্কোপ টেলিফটো সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সিস্টেম অফার করবে।

প্রো সংস্করণটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে বলেও জানা গেছে।এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে তার ওপর ভিত্তি করে বলা যায়, Vivo X Fold 3 সিরিজ চলতি মাসের শেষের দিকে Vivo Pad 3 ট্যাবলেট লাইনআপের সাথে লঞ্চ হবে।