Vivo X Fold 3: ভিভোর নয়া চমক, আনছে বিশ্বের সবচেয়ে হালকা ফোল্ডেবল ফোন

গত বছর এপ্রিলে রিলিজ হওয়া Vivo X Fold 2-এর উত্তরসূরি হিসেবে Vivo X Fold 3 শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটি Samsung Galaxy Fold...
Ananya Sarkar 13 Jan 2024 2:20 PM IST

গত বছর এপ্রিলে রিলিজ হওয়া Vivo X Fold 2-এর উত্তরসূরি হিসেবে Vivo X Fold 3 শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এটি Samsung Galaxy Fold 5 ও OnePlus Open সহ অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনগুলির তুলনায় স্লিম এবং হালকা হবে বলে এখন সূত্রের তরফে দাবি করা হয়েছে৷ আরও বলা হয়েছে যে, কোম্পানি Vivo X Fold 3-সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ করতে পারে। এর মধ্যে একটি স্ট্যান্ডার্ড Vivo X Fold 3 এবং অপরটি Pro ভ্যারিয়েন্ট। এই বছরের প্রথম ত্রৈমাসিকের শেষ বা দ্বিতীয় ত্রৈমাসিকের প্রথমে লঞ্চের সম্ভাবনা।

Vivo X Fold 3 সবচেয়ে হালকা ফোল্ডিং ফোন হতে পারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো এক্স ফোল্ড ৩ আনফোল্ডেড অবস্থায় প্রায় ৫ মিলিমিটার স্লিম, আর ফোল্ড করা অবস্থায় ১০.৫ মিলিমিটার পুরু হবে। অর্থাৎ এটি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ৫-এর থেকে প্রায় ৩ মিলিমিটার স্লিম হবে। ওজন ২২০ থেকে ২২৯ গ্রামের মধ্যে থাকবে। তাই আশা করা যায় এটি অনর ম্যাজিক ভি২-এর চেয়েও হালকা হবে, যদিও স্লিম হওয়ার ক্ষেত্রে অনর ফোনটিই এগিয়ে থাকবে।

এছাড়াও, টিপস্টার প্রকাশ করেছেন যে ভিভো স্ট্যান্ডার্ড এক্স ফোল্ড ৩ মডেলটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সাথে লঞ্চ করতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালের অধিকাংশ ফ্ল্যাগশিপগুলিতে এই চিপ ব্যবহৃত হয়েছে। এটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি কর্টেক্স এক্স৩ কোর, ২.৮ গিগাহার্টজ গতির দুটি কর্টেক্স এ৭১৫ কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের তিনটি কর্টেক্স এ৫১০ কোর দ্বারা গঠিত।

অন্যদিকে, Vivo X Fold 3-এর Pro ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আরও উন্নত চিপসেট, হাই ডিসপ্লে রেজোলিউশন, পেরিস্কোপ লেন্স এবং নিরাপত্তার জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story