Vivo X Fold 3 Pro: ভিভোর ফোল্ডিং ফোন এবার গ্লোবাল মার্কেটে আসছে, ফিচার্স তাক লাগাবে

Vivo X Fold 3 এবং X Fold 3 Pro ফোল্ডেবল ফোনগুলি গত মার্চ মাসে চীনা বাজারে লঞ্চ হয়। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে যে এই...
Ananya Sarkar 6 May 2024 12:13 PM IST

Vivo X Fold 3 এবং X Fold 3 Pro ফোল্ডেবল ফোনগুলি গত মার্চ মাসে চীনা বাজারে লঞ্চ হয়। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে যে এই ফোনগুলিকে শীঘ্রই বিশ্ব বাজারেও উন্মোচন করা হবে, কারণ হ্যান্ডসেটগুলি বর্তমানে বিভিন্ন গ্লোবাল সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে শুরু করেছে। Vivo X Fold 3 Pro মডেলটিকে এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ডিভাইসটির কয়েকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo X Fold 3 Pro ফোনটিকে দেখা গেল Geekbench ডেটাবেসে

V2330 মডেল নম্বর সহ ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের গ্লোবাল মডেলটি গিকবেঞ্চের সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, হ্যান্ডসেটে সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি থাকবে। বেঞ্চমার্ক ডেটাবেস অনুযায়ী, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ১৬ জিবি র‍্যাম অফার করবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপর সম্ভবত ভিভোর ফানটাচওএস (FuntouchOS) সফ্টওয়্যার স্কিনের স্তর থাকবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, সিঙ্গেল-কোর টেস্টে ২,১৪৬ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৬,৩০৪ পয়েন্ট অর্জন করেছে।

জানিয়ে রাখি, গত সপ্তাহে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ডেটাবেসে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনটিকে দেখা গিয়েছিল। সুতরাং, এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি এদেশের বাজারেও পা রাখতে চলেছে। যদিও ভিভোর লেটেস্ট ফোল্ডিং ফোনগুলির গ্লোবাল লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি, তবে এই সার্টিফিকেশনগুলি দৃঢ়ভাবে ইঙ্গিত করছে যে, এগুলির বাজারে আসতে আর খুব বেশিদিন বাকি নেই।

Vivo X Fold 3 Pro: স্পেসিফিকেশন

Vivo X Fold 3 Pro মডেলে ২,৪৮০ x ২,২০০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। আর আনফোল্ড করা হলে, হ্যান্ডসেটটির ভিতরে ২,৭৪৮ x ১,২৭২ পিক্সেলের রেজোলিউশন সহ ৮.০৩ ইঞ্চির অভ্যন্তরীণ ডিসপ্লে দেখা যায়। উভয়ই ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস সহ ওলেড (OLED) প্যানেল। নিরাপত্তার জন্য এতে একটি অল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Vivo X Fold 3 Pro ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসরে চলে, যা ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য, বড় ৫,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে৷

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X Fold 3 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের ওভি৫০এইচ সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল জুম ও ৭০ মেগাপিক্সেলের ফোকাল লেন্থ সহ ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দ্বারা গঠিত৷ সেলফির জন্য, ফোনের সামনের ডিসপ্লেতে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করছে। Vivo X Fold 3 Pro ফোনটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই ৭, ডুয়েল 5G সিম সাপোর্ট এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)। এছাড়া, ডিভাইসটি ওয়্যারলেস লসলেস হাই-ফাই অডিও সাপোর্ট সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করে।

Show Full Article
Next Story