Zeiss ইমেজিং সিস্টেম যুক্ত প্রথম ফোল্ডিং স্মার্টফোন আনছে Vivo, ভারতে শীঘ্রই লঞ্চ

ভিভো সম্প্রতি চীনে তাদের লেটেস্ট ফোল্ডেবল ফ্ল্যাগশিপ, Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro উন্মোচন করেছে। সম্প্রতি জানা...
Ananya Sarkar 15 May 2024 10:51 AM IST

ভিভো সম্প্রতি চীনে তাদের লেটেস্ট ফোল্ডেবল ফ্ল্যাগশিপ, Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro উন্মোচন করেছে। সম্প্রতি জানা গেছে যে কোম্পানি ভারতীয় বাজারে টপ-অফ-দ্য-লাইন Pro ভ্যারিয়েন্টটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যা এদেশের জন্য ভিভোর প্রথম ফোল্ডেবল ফোন হবে। এখন একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, আসন্ন ফোল্ডেবলে জেইস (ZEISS) ব্র্যান্ডের লেন্স থাকবে, যা একটি ফ্ল্যাগশিপ ইমেজিং এক্সপেরিয়েন্স অফার করবে। আসুন এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

সামনে এল Vivo X Fold 3 Pro ফোনের ভারতীয় সংস্করণের ক্যামেরার বিবরণ

ভিভো এবং বিখ্যাত ক্যামেরা প্রস্তুতকারক, জেইসের পার্টনারশিপটি নতুন নয়। তবে, এটি এতদিন ভিভোর ফ্ল্যাগশিপ এক্স সিরিজের ফোনগুলিতেই দেখা যেত, কিন্তু এখন মিড-রেঞ্জের ভিভো ভিভো ভি৩০ প্রো মডেলেও জেইসের লেন্স ব্যবহার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, আসন্ন ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনটি এমন কিছু ফিচার নিয়ে আসবে যা ভারতে এর আগে কোনও ফোনে দেখা যায়নি। এটি শুধু ভারতে ভিভোর প্রথম ফোল্ডেবলই নয়, এটি হবে একটি জেইস ইমেজিং সিস্টেম যুক্ত প্রথম ফোল্ডেবল। মাইস্মার্টপ্রাইস তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো মডেলে উচ্চ-মানের ইমেজিং সাপোর্ট যুক্ত ডুয়েল ফ্ল্যাগশিপ চিপ, ভিভো ভি৩ অন্তর্ভুক্ত থাকবে।

এর পাশাপাশি, Vivo X Fold 3 Pro-এর অপটিক্সে অসাধারণ জুমিং ক্ষমতা এবং জেইস মাল্টিফোকাল পোর্ট্রেট সাপোর্ট সহ টেলিফোটো ক্যামেরার মতো বৈশিষ্ট্য রয়েছে জানা গেছে। এর আগে Vivo X100 Pro ফোনে এই বৈশিষ্ট্যগুলি দেখা গেছে। তাই এতে জেইস স্টাইল পোর্ট্রেট (Zeiss Style Portrait) সাপোর্টের সাথে প্রতিটিকে একত্রিত করে পোর্ট্রেটের জন্য পাঁচটি গোল্ডেন ফোকাল লেন্থ থাকবে আশা করা যায়। এর সাহায্যে ১০০ মিলিমিটার পর্যন্ত ফোকাল লেন্থ সহ প্রোফেশনাল-গ্রেড পোর্ট্রেট শটগুলিও ক্যাপচার করা যাবে৷

এছাড়াও জানা গেছে যে, আসন্ন ভারতীয় ভ্যারিয়েন্টে চীনের Vivo X Fold 3 সিরিজের মতো ক্যামেরা স্পেসিফিকেশন থাকবে। সুতরাং, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে।

উল্লেখ্য, Vivo X Fold 3 Pro ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরটি রয়েছে। সম্প্রতি, এই ডিভাইসের গ্লোবাল সংস্করণটি গিকবেঞ্চ (Geekbench) ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা একই চিপসেটের উপস্থিতি নিশ্চিত করেছে। এছাড়াও, এটি প্রকাশ করেছে যে স্মার্টফোনটি ১৬ জিবি র‍্যামের সাথে আসবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ফানটাচওএস (FuntouchOS) কাস্টম স্কিনে রান করবে।

Show Full Article
Next Story