এক ফোনে দুটো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার! পিলে চমকে দেবে Vivo X Fold 3 Pro-এর ফিচার্স
ভিভো (Vivo) বর্তমানে তাদের X Fold 3 সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এই লাইনআপে Vivo X...ভিভো (Vivo) বর্তমানে তাদের X Fold 3 সিরিজের ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। এই লাইনআপে Vivo X Fold 3 এবং X Fold 3 Pro নামে দু'টি মডেল আসবে বলে শোনা যাচ্ছে। কোম্পানি এখনও কিছু না বললেও, একটি সূত্রের মাধ্যমে Vivo X Fold 3 Pro-এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।
Vivo X Fold 3 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন নাম উল্লেখ না করে বলেছেন যে, একটি আপকামিং ফোল্ডেবল ফোনের এলটিপিও (LTPO) ইনার স্ক্রিনটি ২কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর সেটা ভিভো এক্স ফোল্ড ৩ বলেই মনে করা হচ্ছে। ভিভো এক্স ফোল্ড ২-এর তুলনায় আসন্ন ফোনটি আরও স্লিম এবং ওজনেও হালকা হবে। ওজন ২৫০ গ্রামের নীচে থাকা উচিত, কারণ আগের প্রজন্মের মডেলটির ওজন প্রায় ২৭৯ গ্রাম ছিল।
এছাড়াও জানা গেছে, ডিভাইসটির কভার এবং ইনার ডিসপ্লেতে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। শুধুমাত্র ভিভো তাদের ফোল্ডেবল ফোনে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে থাকে, যা নির্দেশ করে যে টিপস্টার তার পোস্টে ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজ সম্পর্কেই দাবিগুলি করেছেন। ব্যাটারির ক্ষমতা উল্লেখ না করলেও, সেটি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেই টিপস্টার মনে করছেন।
এর পাশাপাশি, ফোনটির ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরা থাকবে, এগুলি হল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহায়ক ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং সম্ভবত একটি আল্ট্রা-ওয়াইড সেন্সর।প্রাথমিক লেন্স হিসাবে এতে Sony LYT-900 ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে৷ Vivo X Fold 3 Pro-এ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি থাকবে। এই ফোল্ডেবল স্মার্টফোন MediaTek Dimensity 9300-চালিত Vivo Pad 3-এর সাথে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে।