চোখ ফেরাতে পারবেন না, Vivo X Fold 3 Pro হোয়াইট কালারে ভারতে লঞ্চ হল, মাসিক কিস্তিতে কেনার সুযোগ

Vivo X Fold 3 Pro আজ ভারতে লুনার হোয়াইট (Lunar White) কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হল। গত জুন মাসে এই ফোল্ডেবল ফোনটি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এদেশে…

Vivo X Fold 3 Pro Lunar White Colour Variant Launched In India Price

Vivo X Fold 3 Pro আজ ভারতে লুনার হোয়াইট (Lunar White) কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হল। গত জুন মাসে এই ফোল্ডেবল ফোনটি ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে এদেশে এসেছিল। অর্থাৎ এবার থেকে ভিভোর ফোল্ডিং ডিসপ্লের এই স্মার্টফোন দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও Vivo X Fold 3 Pro এর নতুন কালার ভ্যারিয়েন্টের দাম ও স্পেসিফিকেশন আগের মডেলের মতো রাখা হয়েছে। আজ অর্থাৎ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে নতুন কালার ভ্যারিয়েন্টে ডিভাইসটি কেনা যাবে। এটি ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট এবং রিটেল স্টোর থেকে পাওয়া যাবে।

Vivo X Fold 3 Pro ফোল্ডেবল ফোনের দাম ও অফার

ভিভো এক্স ফোল্ড ৩ প্রো এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৫৯,৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোল্ডেবল ডিসপ্লের ভিভো ফোনের সাথে ২৪ মাসের নো-কস্ট ইএমআই, জিরো ডাউন পেমেন্ট ও প্রতি মাসে মাত্র ৬,৬৬৬ টাকার ইএমআই সুবিধা পাবেন।

আবার সেলে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই ব্যাঙ্ক, ডিবিএস ব্যাঙ্ক এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে।

Vivo X Fold 3 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo X Fold 3 Pro ফোনে ডুয়েল ডিসপ্লে উপস্থিত। এতে আর্মার গ্লাস সহ ৬.৫৩-ইঞ্চির LTPO AMOLED কভার ডিসপ্লে আছে, যা ২৭৪৮×১১৭২ পিক্সেল রেজোলিউশন, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সাপোর্ট করে।আবার প্রাইমারি ডিসপ্লে হিসেবে আছে ইউটিজি সুপার টেনসিল গ্লাস দ্বারা সুরক্ষিত ৮.০৩-ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে চলে। এতে – এআই স্ক্রিন ট্রান্সলেশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, গুগল জেমিনি প্রো, গুগল ক্রিপ ২.০ এবং গুগল লেন্সের মতো এআই (AI) ফিচারের অ্যাক্সেস মিলবে।

Vivo X Fold 3 Pro ফোনে ভি৩ ইমেজিং চিপ এবং জেইস (ZEISS) অপটিক্স সমর্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সহ ৫০ মেগাপিক্সেল VCS প্রাইমারি সেন্সর + ৩এক্স অপটিক্যাল জুম, ১০এক্স হাই-ডেফিনিশন জুম, ১০০এক্স ডিজিটাল জুম, ৭০ মিমি ফোকাল লেন্থ ও OIS সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর (সেন্সর সাইজ : ১/২.৭৬-ইঞ্চি)।

এদিকে ডিভাইসের কভার ডিসপ্লে এবং ফোল্ডিং ডিসপ্লেতে একটি করে মোট দুটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার (অ্যাপারচার : এফ/২.৪) উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি (২,৮৫০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি) মিলবে, যা ১০০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ফ্ল্যাশচার্জ ওয়্যারলেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে থাকছে ৩ডি আল্ট্রাসনিক ডুয়াল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন