Samsung-কে জোর টক্কর, চব্বিশের শুরুতেই তিন তিনটি ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে Vivo
ভিভো (Vivo) শীঘ্রই তাদের X-সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে...ভিভো (Vivo) শীঘ্রই তাদের X-সিরিজের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। যেগুলি Vivo X Fold 3, X Fold 3 Pro এবং X Flip 2 নামে আত্মপ্রকাশ করবে। বর্তমানে এই মডেলগুলির ওপর জোরকদমে কাজ চলছে এবং আগামী বছরের শুরুতে বাজারে আসবে বলে খবর। চলুন এখনও পর্যন্ত Vivo X সিরিজের বুক স্টাইল এবং ক্ল্যামশেল ডিজাইনের ফোনগুলির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Vivo তিনটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ করবে
ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট)-এ এক টিপস্টার দাবি করেছেন যে, ভিভো আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তিনটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই নতুন ডিভাইসগুলি ভিভো এক্স ফোল্ড ৩, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো এবং ভিভো এক্স ফ্লিপ ২ নামে ফ্ল্যাগশিপ ভিভো এক্স১০০ প্রো প্লাস মতো একই সময়ে উন্মোচিত হবে। ইতিমধ্যেই এক্স১০০ সিরিজ নিয়েও প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে৷
ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে, যেখানে ভিভো এক্স১০০ প্রো প্লাস কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। সম্প্রতি, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো-কে V2337A মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। তবে, ভিভো এক্স ফোল্ড ৩ এবং ভিভো এক্স ফোল্ড ৩ প্রো মডেলগুলি কোন কোন দিক থেকে থেকে আলাদা হবে, তা এখনও স্পষ্ট নয়।
টপ-এন্ড মডেল ছাড়াও, কোম্পানি একইসাথে চীনে ক্ল্যামশেল ডিজাইনের Vivo X Flip 2-ও লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। নাম থেকেই বোঝা যাচ্ছে যে, নতুন ফোল্ডেবল ফোনগুলি গত এপ্রিলে লঞ্চ হওয়া X Fold 2 লাইনআপ এবং X Flip স্মার্টফোনের উত্তরসূরি হবে। ডিভাইসগুলি শীঘ্রই চীনে লঞ্চ করার বিষয়টি নিশ্চিত করা হলেও, কোন মডেলগুলি বিশ্ব বাজারে পা রাখবে, তা এখনও জানা যায়নি।