ফোল্ডেবল ফোনের সংজ্ঞা বদলে দেবে Vivo X Fold 4, চারটি ক্যামেরা সহ থাকবে ৬০০০mAh ব্যাটারি
Vivo X Fold 4 ফোনের ডিজাইনে আগের প্রজন্মের মডেলের তুলনা অনেক আপগ্রেড দেখা যাবে। সংস্থাটি এর ওজন হালকা করার চেষ্টা করছে এবং এটা অনেক পাতলা হবে। এই ডিভাইস আইপিএক্স৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে।
ভিভো এবার তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ Vivo X Fold 4 লঞ্চ করতে চলেছে। এটি ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের আপগ্রেড ভার্সন হিসাবে আসবে। গত কয়েকমাস ধরে নয়া লাইনআপ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। জানা গেছে ফোল্ড ৪ সিরিজের বেস মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া এতে ৩এক্স টেলিফটো লেন্স পাওয়া যাবে। আজ আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই ফোল্ডেবল ফোন সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে।
Vivo X Fold 4 : স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
টিপস্টার বলেছেন যে, ভিভো এক্স ফোল্ড ৪ ফোনের ডিজাইনে আগের প্রজন্মের মডেলের তুলনা অনেক আপগ্রেড দেখা যাবে। সংস্থাটি এর ওজন হালকা করার চেষ্টা করছে এবং এটা অনেক পাতলা হবে। এই ডিভাইস আইপিএক্স৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে। আর ভিভো এক্স ফোল্ড ৪ ডিভাইসে ডুয়েল আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, যার একটি ফ্রন্ট ডিসপ্লে ও একটি ফোল্ডেবল ডিভাইসে ব্যবহার করা হবে।
এর আগে জানা গিয়েছিল যে, এই মডেলে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার ফোল্ডেবল ফোন হলেও এটি দুর্দান্ত ক্যামেরা সেটআপ অফার করবে। বড় গোলাকার ক্যামেরা মডিউলের মধ্যে ৫০ মেগাপিক্সেল সেন্সর, একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৩এক্স পেরিস্কোপ লেন্স ও একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে। ভিভো এক্স ফোল্ড ৪ ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।
Vivo X Fold 4 কখন লঞ্চ হবে
শুরুতে শোনা গিয়েছিল ভিভো এক্স ফোল্ড ৪ আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ হবে। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে, ভিভো এই মুহূর্তে এই ফোনের উপর কাজ করা বন্ধ রেখেছে। এটি আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে বাজারে পা রাখতে পারে।
Vivo X Fold 4 ফোনের ডিজাইনে আগের প্রজন্মের মডেলের তুলনা অনেক আপগ্রেড দেখা যাবে। সংস্থাটি এর ওজন হালকা করার চেষ্টা করছে এবং এটা অনেক পাতলা হবে। এই ডিভাইস আইপিএক্স৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে।