Vivo X Fold 4: ভিভোর নতুন ফোল্ডেবল ফোনে 6000mAh ব্যাটারি ও তুখোড় ক্যামেরা, আর কি কি থাকছে

Vivo আগামী বছরের শুরুতে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এর নাম রাখা হবে Vivo X Fold 4। এটি Vivo X Fold 3 সিরিজের উত্তরসূরি…

Vivo X Fold 4 With 6000Mah Battery Snapdragon 8 Gen 4 Processor Tipped Launching In 2025

Vivo আগামী বছরের শুরুতে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এর নাম রাখা হবে Vivo X Fold 4। এটি Vivo X Fold 3 সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে। আসন্ন এই ফোল্ডেবল ডিসপ্লের ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে Oppo Find N5 ও OnePlus Open 2 এর। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ Vivo X Fold 4 এর বিশেষ কিছু স্পেসিফিকেশন ফাঁস করেছেন।

Vivo X Fold 4 ফোনে থাকবে নতুন Snapdragon প্রসেসর সহ এই স্পেসিফিকেশন

টিপস্টার জানিয়েছেন, আসন্ন ভিভো এক্স ফোল্ড ৪ ফোল্ডিং স্মার্টফোনে SM8750 মডেল নম্বরের প্রসেসর থাকবে। এই মডেল নম্বর যে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ এর জন্য রাখা হবে তা আগেই জানা গেছে। আবার এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও পেরিস্কোপ টেলিফটো লেন্স। যদিও তৃতীয় সেন্সরের বিষয়ে টিপস্টার কিছু বলেননি।

এদিকে জানা গেছে, ভিভো এক্স ফোল্ড ৪ ফোল্ডেবল স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ দেওয়া হবে। আর এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার এই ডিভাইসটি আইপিএক্স৮ রেটিং সহ আসবে, যা জল থেকে একে সুরক্ষা দেবে। আর এই ফোনটি প্রায় ৮.xমিমি পুরু হবে বলে টিপস্টার দাবি করেছেন।

এছাড়া Vivo X Fold 4 সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে ফাঁস হওয়া তথ্যগুলির উপর ভিত্তি করে বলা যায়, নতুন ফোনে Vivo X Fold 3 এর তুলনায় অনেক উন্নতি দেখা যাবে। যেমন ভিভোর নয়া ফোল্ডেবল ফোনে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর। আর এটি পূর্বসূরির তুলনায় পাতলা হবে, কারণ Vivo X Fold 3 ছিল ১১.২মিমি পুরু।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন