Vivo X Fold+ বদলে দেবে ফোল্ডেবল ফোনের সংজ্ঞা, ডিজাইন সহ ফিচার দেখে নিন
গত এপ্রিলে ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল হ্যান্ডসেট হিসেবে Vivo X Fold লঞ্চ করার পর, এবার ভিভো এর আপগ্রেডেড সংস্করণ, Vivo X...গত এপ্রিলে ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল হ্যান্ডসেট হিসেবে Vivo X Fold লঞ্চ করার পর, এবার ভিভো এর আপগ্রেডেড সংস্করণ, Vivo X Fold+-কে চলতি মাসেই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। চীনা মার্কেটে আগামী ২৬ সেপ্টেম্বর এই ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে৷ তবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগে, Vivo X Fold+-কে এখন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (Wireless Power Consortium)-এ খুঁজে পাওয়া গেছে, যা এর ডিজাইনটি প্রদর্শন করেছে৷ আপকামিং এই ফোল্ডেবল ফোনটি একটি শক্তিশালী প্রসেসরের সাথে আসবে বলে জানা গেছে এবং এটি এর পূর্বসূরির তুলনায় কিছু উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে বলেও নিশ্চিত করা হয়েছে।
Vivo X Fold+-কে দেখা গেল Wireless Power Consortium-এর সাইটে
মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, V2229A মডেল নম্বর সহ ভিভো এক্স ফোল্ড প্লাস ফোল্ডেবল হ্যান্ডসেটটি ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। সাইটের তালিকায় স্মার্টফোনটির একটি ছবিও দেখা গেছে, যা এর ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। এর আগে ভিভো দ্বারা প্রকাশ করা ভিভো এক্স ফোল্ড প্লাস-এর টিজার পোস্টারেও একই ডিজাইন প্রদর্শিত হয়েছিল। যদিও, টিজারে এটির ব্লু এবং রেড- এই দুই কালার ভ্যারিয়েন্ট প্রকাশ্যে আসে। তবে তালিকায়, ফোল্ডেবলটিকে গ্রে শেডে দেখা গেছে, যা এটির আরও একটি অতিরিক্ত কালার অপশনে বাজারে আসার সম্ভাবনাকে জোরালো করেছে।
ভিভো এক্স ফোল্ড প্লাস-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Vivo X Fold+ Expected Specifications
বিভিন্ন রিপোর্ট ও সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, ভিভো এক্স ফোল্ড প্লাস তার পূর্বসূরির সাথে অনেক স্পেসিফিকেশন এবং ফিচার শেয়ার করবে। যেমন, এটি ভিভো এক্স ফোল্ড-এর মতো একই ৮.০৩ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে এবং ৬.৫৩ ইঞ্চির কভার স্ক্রিনের সাথে আসবে বলে অনুমান করা হচ্ছে। ডিভাইসটির উভয় স্ক্রিনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
আবার, Vivo X Fold+ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাহায্যে হ্যান্ডসেটটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম আনটুটু (Antutu)-তেও যথেষ্ট ভালো বেঞ্চমার্ক স্কোর অর্জন করতে সমর্থ হয়েছে। এই ফোল্ডেবল ফোনটি সব কাজই সুচারুভাবে পরিচালনা করবে বলে আশা করা যায়। স্ন্যাপড্রাগন চিপসেটটি ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X Fold+ ৪,৭৩০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত হবে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।