Vivo X Fold S শীঘ্রই বাজারে আসছে, পেরিস্কোপ লেন্স সহ থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

চলতি বছরের শুরুতে Vivo তাদের প্রথম ফোল্ডেবল ফোন, Vivo X Fold লঞ্চ করে। এখন কোম্পানিটি আরও একটি ফোল্ডেবল ফোনের উপর কাজ...
techgup 26 Aug 2022 10:59 PM IST

চলতি বছরের শুরুতে Vivo তাদের প্রথম ফোল্ডেবল ফোন, Vivo X Fold লঞ্চ করে। এখন কোম্পানিটি আরও একটি ফোল্ডেবল ফোনের উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে, যা Vivo X Fold S নামে বাজারে আসতে পারে। ডিভাইসটি চলতি বছরেই আত্মপ্রকাশ করবে বলে মনে হচ্ছে‌। কারণ আজ এই ফোন সম্পর্কে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে। আসুন সেগুলি কি কি জেনে নেওয়া যাক।

জনপ্রিয়, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ চীনের মাইক্রো ব্লগিং সাইট উইবো তে Vivo X Fold S ফোল্ডেবল ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন। তার দাবি ফোনটি শীঘ্রই বাজারে আসবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে।

আবার এতে থাকবে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখ্য, এক্স ফোল্ড ফোনে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। টিপস্টার জানিয়েছেন, আসন্ন এই ফোনের রিয়ার ডিজাইন এর পূর্বসূরীর মতো হবে। ডিভাইসটিতে ৮.০৩ ইঞ্চি প্রাইমারি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

এছাড়া ভিভো এক্স ফোল্ড এস এর সেকেন্ডারি ডিসপ্লের সাইজ হতে পারে ৬.৫৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। টিপস্টার বলেছেন, এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Show Full Article
Next Story