Vivo X Note Aerospace edition উল্কাপিন্ড থেকে তৈরী পেনডেন্ট সহ লঞ্চ হল, দাম জেনে নিন
যখনই আমরা ভাবতে শুরু করেছিলাম যে ফ্যাবলেট-সাইজের স্মার্টফোনের জামানা হয়তো শেষ হয়ে গেছে, ঠিক তখনই Vivo নিয়ে এসেছে X...যখনই আমরা ভাবতে শুরু করেছিলাম যে ফ্যাবলেট-সাইজের স্মার্টফোনের জামানা হয়তো শেষ হয়ে গেছে, ঠিক তখনই Vivo নিয়ে এসেছে X Note। এই ফোনে আছে ৭ ইঞ্চি ডিসপ্লে, যা আজকালকার ফোনে দেখা যায় না। তবে শুধু বড় ডিসপ্লে নয়, Vivo এবার এই ফোনের একটি লিমিটেড এডিশন নিয়ে হাজির হল, যার নাম Vivo X Note Aerospace Edition। নয়া এই এডিশনের বিশেষত্বের সাথে রেগুলার মডেলের কোনো পার্থক্য নেই, কেবল এটি কাস্টমাইজ রিটেল বক্স সহ এসেছে। পাশাপাশি পাওয়া যাবে একটি ইউনিক গিফট।
Vivo X Note Aerospace Edition এর দাম ও লভ্যতা
ভিভো এক্স নোট এরোস্পেস এডিশন এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৭,৪০০ টাকা)। আজ থেকে এই বিশেষ এডিশন ভিভো ই-স্টোর ও Jingdong (JD.com) এর মাধ্যমে কেনা যাবে।
Vivo X Note Aerospace Edition এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো এক্স নোট এরোস্পেস এডিশন এসেছে বিবিকে ইলেকট্রনিক্স ও চীনা এরোস্পেস এজেন্সির যৌথ প্রচেষ্টায়। আগেই বলেছি রেগুলার মডেলের সাথে এর কোনো পার্থক্য নেই। কেবল স্পেশাল এডিশনে গিফট সহ কাস্টমাইজ রিটেল বক্স পাওয়া যাবে। ফোনটিকে একটি পেনডেন্ট সহ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে, যা একটি উল্কাপিন্ডের অংশ থেকে তৈরী। এই বিশেষ 'স্টোন' -টি NWA11444 নম্বরের উল্কাপিন্ডের অংশ।
এছাড়া Vivo X Note Aerospace Edition এর স্পেসিফিকেশনের বিষয়ে বললে এতে পাওয়া যাবে ৭ ইঞ্চি এলটিপিও ৩.০ ই৫ অ্যামোলেড প্যানেল, যা কোয়াড এইচডি প্লাস (৩০৮০ x ১৪৪০ পিক্সেল) রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৫০০ নিটস ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লের মধ্যে দেওয়া হয়েছে থ্রিডি (3D) আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল জিএন১ প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর ও ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (OIS)। এই টেলিফটো সেন্সর ৫এক্স অপ্টিক্যাল জুম ও ৬০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Note Aerospace Edition ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।