Vivo X100 ফোনে কী প্রসেসর ব্যবহার হবে? শক্তিশালী কতটা, লঞ্চের আগেই সমস্ত তথ্য প্রকাশ্যে

গত বছর Vivo X90 সিরিজ সফল ভাবে লঞ্চের পর, ভিভো বর্তমানে তাদের X100 লাইনআপের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ শুরু করে...
Ananya Sarkar 22 July 2023 1:46 PM IST

গত বছর Vivo X90 সিরিজ সফল ভাবে লঞ্চের পর, ভিভো বর্তমানে তাদের X100 লাইনআপের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। ভিভো সাধারণত প্রতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে চীনে X সিরিজ লঞ্চ করে থাকে। ফলে আশা করা হচ্ছে Vivo X100 সিরিজও অন্যবারের মতোই এ বছরের শেষের দিকে বাজারে পা রেখে রীতি বজায় রাখবে। তার আগেই এবার Vivo X100 5G-র গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Vivo X100 ফোনেরস্পেসিফিকেশন ফাঁস

দ্যটেকআউটলুক ও টিপস্টার পারস গুগলানি যৌথভাবে ভিভো এক্স১০০ ৫জি গ্লোবালের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। ফ্ল্যাগশিপ ফোনটিতে ১২০ হার্টজের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি তিনটি কালার অপশনে আত্মপ্রকাশ করবে - ব্ল্যাক, হোয়াইট এবং পার্পল।

ভিভো এক্স১০০ ৫জি গ্লোবাল মিডিয়াটেক ডাইমেনসিটি ৮ সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে। তবে সম্প্রতি কিছু সূত্র ইঙ্গিত করেছে যে, এই ফোনটির চীনা সংস্করণে আরও শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট থাকবে। প্রসেসরের এই ভিন্নতাকে খরচ কমানোর কৌশল হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে এবং এটি গ্রাহকদের স্ট্যান্ডার্ড ভিভো এক্স১০০ ৫জি-এর পরিবর্তে উচ্চতর প্রো মডেলটি বেছে নেওয়ার জন্য প্রলুব্ধ করতে পারে। তবে ভিভোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে, তথ্যলি সঠিক কিনা তা জোর দিয়ে বলা সম্ভব নয়।

Vivo X100 5G ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে। এছাড়াও আশা করা হচ্ছে, আসন্ন X100 5G নতুন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমের সাথে আত্মপ্রকাশ করবে।

Show Full Article
Next Story