পাওয়ারফুল প্রসেসরের সাথে দুর্দান্ত ক্যামেরা, Vivo X100 ও iQOO 12 সিরিজ কবে বাজারে এন্ট্রি নিচ্ছে জেনে নিন
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড, Vivo ও তার সাব-ব্র্যান্ড আইকো তাদের ফ্ল্যাগশিপ সিরিজের আসন্ন ডিভাইসগুলি লঞ্চ করার...জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড, Vivo ও তার সাব-ব্র্যান্ড আইকো তাদের ফ্ল্যাগশিপ সিরিজের আসন্ন ডিভাইসগুলি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর আজ ভিভো চায়নার ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড ও প্রোডাক্ট স্ট্র্যাটেজির জেনারেল ম্যানেজার, জিয়া জিংডং সোশ্যাল মিডিয়ায় আপকামিং ভিভো এবং আইকো ফোনগুলির লঞ্চ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি Vivo X100 সিরিজের বিষয়ে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে iQOO 12 সিরিজটি আসন্ন এশিয়ান গেমস ২০২৩ ( Asian Games 2023)-এর পরে ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এবছরের এশিয়ান গেমস আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে।
সামনে এল Vivo X100 সিরিজ এবং iQOO 12 লাইনআপ লঞ্চের টাইমলাইন
গত মাসে (আগস্ট) ভিভো ফ্যান কার্নিভাল ইভেন্ট ২০২৩ চলাকালীন, ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে প্রিমিয়াম গ্রেডের এক্স১০০ সিরিজটি এবছরের শেষের দিকে উন্মোচন করা হবে। তাই, মনে করা হচ্ছে যে এক্স১০০ এবং আইকো ১২ লাইনআপগুলি অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে কোনও এক সময় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
সুনির্দিষ্টভাবে বলতে গেলে, সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো নভেম্বরে লঞ্চ করা হবে। এই ডিভাইসগুলিতে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। আর হাই-এন্ড এক্স১০০ প্রো প্লাস মডেলটি সম্ভবত আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ভিভো এক্স ফোল্ড ৩ ফোল্ডেবল ফোনের সাথে লঞ্চ হতে পারে৷ এক্স ফোল্ড ৩-এ ব্যবহৃত প্রসেসর সম্পর্কে কোনও তথ্য এখনও সামনে আসেনি, তবে ভিভো এক্স১০০ প্রো প্লাস-এ আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি থাকবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, iQOO 12 সিরিজটি চলতি বছরের ডিসেম্বরে লঞ্চ হতে পারে। লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড iQOO 12 এবং 12 Pro-তেও Snapdragon 8 Gen 3 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। Vivo X100 সিরিজ এবং iQOO 12 লাইনআপ আসন্ন অরিজিন ওএস ৪.০ (OriginOS 4.0) অপারেটিং সিস্টেমে চলবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো অক্টোবরে ভিভো ডেভেলপারস কনফারেন্স (VDC)-এর সময় অরিজিন ওএস ৪.০ সফ্টওয়্যার ভার্সনটি প্রকাশ করবে।
উল্লেখ্য, ভিভো চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিকে বিশ্ববাজারে Vivo X100 5G স্মার্টফোনটি লঞ্চ করার পরিকল্পনা করেছে। ফাঁস হওয়া তথ্যগুলি ইঙ্গিত করে যে, Vivo X100 5G-এর আন্তর্জাতিক সংস্করণে MediaTek Dimensity 8 সিরিজের প্রসেসরটি থাকবে, যদিও আগের কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে এটি Dimensity 9300 প্রসেসরের সাথে আসবে।