লঞ্চের আগেই Vivo X100-এর লাইভ ছবি অনলাইনে ফাঁস হল, দেখলে চমকে যাবেন

ভিভো (Vivo) আগামী ১৩ নভেম্বর Vivo X100 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড...
Ananya Sarkar 4 Nov 2023 8:43 PM IST

ভিভো (Vivo) আগামী ১৩ নভেম্বর Vivo X100 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Vivo X100, Vivo X100 Pro এবং Vivo X100 Pro+ মডেল বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। আর লঞ্চের আগে এখন, রেগুলার Vivo X100 মডেলটির লাইভ ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা ডিজাইনের আভাস দিয়েছে।

ফাঁস হল Vivo X100-এর লাইভ ইমেজ

এক ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) ইউজার তার একটি পোস্টে ভিভো এক্স১০০-এর একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি শুধুমাত্র ফোনের রিয়ার প্যানেলটি প্রদর্শন করেছে। ব্লু ব্যাক প্যানেলের রিয়ার শেলে অভিনব কার্ভড প্যাটার্ন রয়েছে, এটি সম্ভবত রাতের আকাশ দ্বারা অনুপ্রাণিত। এতে জেইস (Zeiss) ব্র্যান্ডিং সহ একটি বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে এবং পাশে একটি ফ্ল্যাশ বিদ্যমান। ফোনটিতে কার্ভড এজ থাকায় এটি হাতে ধরে রাখা আরামপ্রদ হবে।

ইতিমধ্যেই, একটি সাম্প্রতিক রিপোর্টে ভিভো এক্স১০০-এর ক্যামেরায় তোলা কিছু নমুনা ছবি শেয়ার করা হয়েছিল। এছাড়া, ফোনটি সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) এবং আনটুটু (AnTuTu)-এর মতো বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের পরীক্ষায় বেশ ভালো পারফর্ম করেছে।

রিপোর্ট অনুযায়ী, স্ট্যান্ডার্ড Vivo X100-এ এফ/১.৫৭ অ্যাপারচার সহ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা Sony IMX920 বা Lytia LYT-8xx সেন্সর হতে পারে। সাথে, একটি ৬৪ মেগাপিক্সেলের Omnivision OV64B টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের Samsung ISOCELL JN1 আল্ট্রা-ওয়াইড সেন্সর যুক্ত থাকতে পারে।

এছাড়া, X100 সিরিজের উভয় মডেলেই ভিভোর V3 ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) সহ জেইস ভ্যারিও-টেসার (T*) লেন্স থাকতে পারে। রেগুলার মডেলে MediaTek Dimensity 9300 প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হলেও প্রো মডেল নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কেননা, সম্প্রতি এই ফোনটিকে গিকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে পুরনো Snapdragon 8 Gen 1 চিপ সহ দেখা গেছে। কিন্তু মনে করা হচ্ছে যে, সম্ভবত ব্র্যান্ডটি ফ্ল্যাগশিপ Vivo X100 Pro-কে লেটেস্ট Dimensity 9300 বা Snapdragon 8 Gen 3 চিপ সহ লঞ্চ করবে।

Show Full Article
Next Story