বাজার ধরতে চমকপ্রদ সব স্মার্টফোন আনছে Vivo, কবে নাগাদ লঞ্চ হতে পারে জেনে নিন
ভিভো (Vivo) বর্তমানে একাধিক নতুন ডিভাইস লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেগুলির মধ্যে ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজ নিয়ে...ভিভো (Vivo) বর্তমানে একাধিক নতুন ডিভাইস লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যেগুলির মধ্যে ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। সূত্রের মাধ্যমে এখন ভিভোর সেই ফোনগুলির লঞ্চের টাইমলাইন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, Vivo X100 এবং X100 Pro চলতি বছর এবং এই সিরিজের উচ্চতর মডেল, Vivo X100 Pro+ সংস্থার নতুন ফোল্ডেবল ফোনের সঙ্গে ২০২৪ সালে লঞ্চ হবে। প্রথমে চীনে এবং তারপরে এগুলি অন্যান্য দেশে পৌঁছবে।
Vivo-র পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ টাইমলাইন
টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছে যে, চলতি মাসে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট সহ ভিভো এক্স৯০এস বাজারে পা রাখবে। আর পরবর্তী প্রজন্মের ভিভো এক্স১০ এবং এক্স১০০ প্রো এই নভেম্বরে লঞ্চ হবে এবং লাইনআপের সবচেয়ে প্রিমিয়াম মডেল এক্স১০০ প্রো প্লাস আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে আসবে৷ এক্স১০০ এবং এক্স১০০ প্রো-তে ডাইমেনসিটি ৯৩০০ ও প্রো প্লাস ভ্যারিয়েন্টে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে৷
এছাড়াও টিপস্টার জানিয়েছেন যে, পরবর্তী ভিভো ফোল্ডেবল স্মার্টফোনটির নাম হতে পারে, ভিভো এক্স ফোল্ড ৩ বা ভিভো এক্স ফোল্ড ২ প্লাস। এই ফোনটিও আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তবে নতুন ভিভো ফোল্ডেবলটি এক্স১০০ প্রো প্লাস-এর সাথে একইসাথে লঞ্চ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ভিভোর তরফে এখনও অবশ্য চলতি বছর বা আগামী বছরের শুরুর দিকে লঞ্চের জন্য নির্ধারিত স্মার্টফোনগুলির লাইনআপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া, প্রত্যাশিত ফ্ল্যাগশিপ গুলির বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কেও সেভাবে কোন তথ্য সামনে আসেনি। আশা করা যায় শীঘ্রই এগুলি সম্পর্কে বিশদ তথ্য সামনে আসা শুরু করবে।