Vivo X100 Pro Plus: ক্যামেরায় যুগান্তকারী প্রযুক্তি, ভিভোর নতুন ফোন তাক লাগিয়ে দেবে

গত বছর নভেম্বরে ভিভো (Vivo) চীনে ফ্ল্যাগশিপ X90 সিরিজ লঞ্চ করেছিল। এই লাইনআপে তিনটি ফোন অন্তর্ভুক্ত রয়েছে - Vivo X90,...
Ananya Sarkar 3 April 2023 2:13 PM IST

গত বছর নভেম্বরে ভিভো (Vivo) চীনে ফ্ল্যাগশিপ X90 সিরিজ লঞ্চ করেছিল। এই লাইনআপে তিনটি ফোন অন্তর্ভুক্ত রয়েছে - Vivo X90, X90 Pro এবং X90 Pro Plus। এই ডিভাইসগুলি গত ফেব্রুয়ারিতে গ্লোবাল মার্কেটেও উন্মোচিত হয়েছে। লেটেস্ট হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সমন্বিত, Vivo X90 লাইনআপটি এই মুহূর্তে ব্র্যান্ডের সব থেকে প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ। তবে হ্যান্ডসেটগুলি লঞ্চ হওয়ার কয়েক মাসের মধ্যেই এক রিপোর্টের মাধ্যমে এর উত্তরসূরি সিরিজের হাই-এন্ড মডেল, Vivo X100 Pro Plus সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। আসুন এবিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Vivo X100 Pro Plus-এ থাকবে কিছু অসাধারণ ক্যামেরা ফিচার

রিপোর্ট অনুযায়ী, ভিভো বর্তমানে তাদের এক্স১০০ সিরিজের ফোনগুলির ওপর কাজ করছে। এই সিরিজটিতে পূর্বসূরির মতোই মোট তিনটি মডেল - ভিভো এক্স১০০, এক্স১০০ প্রো এবং এক্স১০০ প্রো প্লাস আসবে বলে আশা করা হচ্ছে। আর এখন, সুপরিচিত চীনা টিপস্টার পান্ডা ইজ বল্ড সিরিজের সবচেয়ে প্রিমিয়াম, ভিভো এক্স১০০ প্রো প্লাস মডেলটির ক্যামেরা সম্পর্কিত কিছু চিত্তাকর্ষক তথ্য শেয়ার করেছেন। লিক অনুসারে, ফোনটির ক্যামেরা সিস্টেমের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে একটি হবে ভ্যারিয়েবল অ্যাপারচার। এটি ইউজারদের ম্যানুয়ালি অ্যাপারচারের আকার অ্যাডজাস্ট করার অনুমতি দেবে এবং কম আলোতেও উচ্চ-মানের ছবি তুলতে সক্ষম করবে।

এছাড়াও, ভিভো এক্স১০০ প্রো প্লাসের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এর আল্ট্রা-ওয়াইড ফ্রি-ফর্ম সারফেস লেন্স। এই উন্নত লেন্স প্রযুক্তির জন্য ব্যবহারকারীরা আরও বিস্তৃত এবং পরিষ্কার শট ক্যাপচার করতে সক্ষম হবেন, যা স্মার্টফোনটিকে ল্যান্ডস্কেপ এবং গ্রুপ ফটোগ্রাফির জন্য উপযুক্ত করে তুলবে। আবার, ফোনটি একটি পোর্ট্রেট মাইক্রো-ক্লাউড প্ল্যাটফর্মও অফার করবে বলে জানা গেছে, যা অত্যাধুনিক অ্যালগরিদম ব্যবহার করে অবিশ্বাস্য ডিটেইলস এবং স্পষ্টতার সাথে অসাধারণ পোর্ট্রেট শট পেতে সাহায্য করবে।

উল্লেখ্য, X100 Pro Plus এর ক্যামেরা সিস্টেমে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যা ক্যামরায় ক্রমাগত আলোর পরিবর্তন সক্ষম করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা কম আলোর পরিবেশেও অভূতপূর্ব ডিটেইলসের সাথে সাবজেক্ট এবং অবজেক্টে জুম করতে পারবেন। অবশেষে, ভিভোর ইন-হাউস লেটেস্ট ভি৩ (V3) ইমেজ সিগন্যাল প্রসেসর ফোনের ফটোগ্রাফি এবং গ্রাফিক্স ক্ষমতাকে উন্নততর করবে বলে আশা করা হচ্ছে, যা আরও ভাল ইউজার এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দেবে।

Show Full Article
Next Story