Vivo X100 Pro+: ভিভোর সবচেয়ে অত্যাধুনিক ফোনের ডিজাইন ফাঁস, আপনার জন্য ছবি রইল

ভিভো (Vivo) বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ X-সিরিজের নতুন স্মার্টফোনের উপর কাজ করছে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই, Vivo X100...
Ananya Sarkar 19 Jun 2023 1:34 PM IST

ভিভো (Vivo) বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ X-সিরিজের নতুন স্মার্টফোনের উপর কাজ করছে খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই, Vivo X100 লাইনআপে অন্তর্ভুক্ত ফোনগুলির সম্পর্কে নানা তথ্য ফাঁস হতে শুরু করেছে। আর এখন একটি সূত্র মারফৎ Vivo X100 Pro+ এর কাল্পনিক রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা আজ পর্যন্ত লিক হওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডিজাইনের আভাস প্রদান করেছে।

নতুন রেন্ডার অনুযায়ী, সংস্থার সবচেয়ে অত্যাধুনিক ফোন X100 Pro+ এর ব্যাক প্যানেলের বাম দিকে একটি আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স এরিয়ার মধ্যে ক্যামেরা মডিউলটি অবস্থান করবে। যা অনেকটা Vivo X80 সিরিজের অনুরূপ। অর্থাৎ আসন্ন X100 লাইনআপে তার পূর্বসূরির ডিজাইনের ভাষা অব্যাহত থাকার দিকে নির্দেশ করে। আর কি কি তথ্য উঠে এল এই রেন্ডার থেকে? চলুন জেনে নেওয়া যাক।

Vivo X100 Pro+ এর ডিজাইন ফাঁস

এক টিপস্টার ভিভো এক্স১০০ সিরিজের টপ-এন্ড প্রো প্লাস মডেলের কাল্পনিক নকশা শেয়ার করেছেন। ছবিটি দেখিয়েছে যে, এই ফোনের রিয়ার প্যানেলের বাঁদিক ঘেঁষে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যা একটি আয়তক্ষেত্রাকার ম্যাট্রিক্স এরিয়ার মধ্যে আবদ্ধ থাকবে। এই মডিউলে চারটি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে, যার মধ্যে একটি হবে পেরিস্কোপ লেন্স। ডানদিকের কোণায় একটি এলইডি ফ্ল্যাশ থাকবে।

Vivo X100 Pro+ Render Leaked

রেন্ডারে ভিভো এক্স১০০ প্রো প্লাস কালো রঙের রিয়ার প্যানেলের সাথে দেখা গেছে। অন্যদিকে, ফোনটির সামনে কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ একটি কার্ভড এজ ডিসপ্লে থাকবে মনে করা হচ্ছে। তবে মনে রাখবেন, এটি কল্পনার উপর ভিত্তি করে তৈরি, তাই আসল বা প্রোডাকশন মডেলের তুলনায় লুকস ভিন্ন হতে পারে।

আরেকটি সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, ভিভো এক্স১০ প্রো প্লাস আগামী বছরের শুরুতে আত্মপ্রকাশ করবে। তবে, ভিভো এক্স১০০ প্রো মডেলটি স্ট্যান্ডার্ড ভিভো এক্স১০০-এর সাথে চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে। সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করে যে, রেগুলার এবং প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট ব্যবহার হবে।

অন্যদিকে, সবচেয়ে হাই-এন্ড এক্স১০০ প্রো প্লাস কোয়ালকমের আসন্ন ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ মোবাইল প্ল্যাটফর্মের সঙ্গে আসবে। ভিভোর অনুমান করছে যে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর সামগ্রিক পারফরম্যান্স ডাইমেনসিটি ৯৩০০-কে ছাড়িয়ে যাবে। আবার ডাইমেনসিটি ৯৩০০ চিপসেটের কার্যক্ষমতাকে সর্বোচ্চ সীমায় পৌঁছানোর লক্ষ্যে অপ্টিমাইজ করতে ভিভো এবং মিডিয়াটেক যৌথভাবে কাজ করছে।

ফটোগ্রাফি ডিপার্টমেন্ট সম্পর্কে এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে Vivo X100-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা, একটি ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স উপস্থিত থাকবে। ক্যামেরাটি ডুয়েল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে।

Show Full Article
Next Story