200MP টেলিফটো ক্যামেরা থেকে 100W চার্জিং, ভিভোর নয়া ফোনের ফিচার শুনলে চমকে যাবেন

গতকাল (৪ জানুয়ারি) ভিভো ভারতীয় বাজারে তাদের ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এই সিরিজটি স্ট্যান্ডার্ড X100 এবং Vivo X100 Pro মডেলের সমন্বয়ে গঠিত।…

গতকাল (৪ জানুয়ারি) ভিভো ভারতীয় বাজারে তাদের ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এই সিরিজটি স্ট্যান্ডার্ড X100 এবং Vivo X100 Pro মডেলের সমন্বয়ে গঠিত। তবে শোনা যাচ্ছে যে ভিভো এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হিসেবে Vivo X100 Pro+ লঞ্চের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আর এখন এক নির্ভরযোগ্য টিপস্টারের সৌজন্যে এই অপ্রকাশিত ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামনে এসেছে।

Vivo X100 Pro+এর স্পেসিফিকেশন ফাঁস

ভিভো চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভিভো এক্স১০০ প্রো প্লাস মডেলটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সোশ্যাল মিডিয়ায় আসন্ন ফ্ল্যাগশিপ গ্রেড ডিভাইস সম্পর্কিত কিছু বিশদ তথ্য শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন যে ভিভো এক্স১০০ প্রো প্লাস একটি পাঞ্চ হোল কাটআউট এবং কার্ভড এজ যুক্ত স্যামসাং ই৭ অ্যামোলেড (Samsung E7 AMOLED) ডিসপ্লে সহ আসবে এবং এতে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা থাকবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো এক্স১০০ প্রো প্লাস-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-900 প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪.৩x অপটিক্যাল জুম ও ২০x পর্যন্ত ডিজিটাল জুম সহ একটি ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর অবস্থান করবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা অবস্থান করবে। যদিও, ভিভো এক্স১০০ প্রো প্লাস-এর ব্যাটারি ক্ষমতা সম্পর্কে টিপস্টার কিছু জানাননি। তবে এটি এক্স১০০ প্রো মডেলের অনুরূপ হতে পারে।

তাই, Vivo X100 Pro+এ ৫,৪০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে বলে আশা করা যায়, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Vivo X100 লাইনআপের অন্যান্য মডেলের মতো, X100 Pro+-এও দ্বিমুখী স্যাটেলাইট কমিউনিকেশন ফিচারটি মিলবে বলে জানা গেছে।