Vivo X100 Pro+: ভিভোর সবচেয়ে প্রিমিয়াম ফোন লঞ্চ পিছিয়ে গেল, তাহলে আসবে কবে?
ভিভো (Vivo) গত মাসে Dimensity 9300 চিপসেট দিয়ে Vivo X100 এবং X100 Pro চীনে লঞ্চ করেছে। বর্তমানে, কোম্পানি সিরিজের...ভিভো (Vivo) গত মাসে Dimensity 9300 চিপসেট দিয়ে Vivo X100 এবং X100 Pro চীনে লঞ্চ করেছে। বর্তমানে, কোম্পানি সিরিজের টপ-এন্ড মডেল হিসাবে Vivo X100 Pro+ মডেলটিও ডেভেলপ করছে। এটি Qualcomm Snapdragon 8 Plus Gen 3 চিপসেটের সাথে আসবে বলে জানা গেছে। তবে এখন এক টিপস্টার দাবি করেছেন যে, Vivo X100 Pro+ ফোনটি প্রাথমিকভাবে যে সময়ে বাজারে আসবে বলে শোনা যাচ্ছিল, তার চেয়ে দেরিতে লঞ্চ হতে পারে। আসুন আপকামিং ফ্ল্যাগশিপটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
বিলম্বিত হতে পারে Vivo X100 Pro+ এর লঞ্চ
এতদিন শোনা যাচ্ছিল, ভিভো এক্স১০০ প্রো প্লাস ফোনটি ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের ফোল্ডেবল ফোনের মতো কিছু ডিভাইসের সাথে আগামী বছরের এপ্রিলে লঞ্চ হবে। তবে এখন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে প্রকাশ করেছেন যে, চীনে ভিভো পরবর্তী লঞ্চ ইভেন্টে তিনটি প্রোডাক্ট সামনে আনতে পারে, এগুলি হল - ভিভো প্যাড ৩ ট্যাবলেট, ভিভো ১০০-এর ফ্ল্যাট-স্ক্রিন ভ্যারিয়েন্ট (সম্ভবত ভিভো এক্স১০০এস নামে ডাকা হবে) এবং ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজ। যদিও টিপস্টার এটা উল্লেখ করেননি, তবে মনে হচ্ছে এই ডিভাইসগুলি আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।
জানিয়ে রাখি, ভিভো প্যাড ৩ এবং ভিভো এক্স১০০এস ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর সহ আসবে বলে জানা গেছে। অন্যদিকে, ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে আসবে। এরসাথেই টিপস্টার জানিয়েছেন যে, ভিভো এক্স১০০ প্রো প্লাস মডেলটির লঞ্চ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, ফাইনাল লঞ্চ টাইমলাইন সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। আশা করা যায় ভিভো এক্স১০০ প্রো প্লাস আগামী বছরের প্রথমার্ধের মধ্যেই বাজারে পা রাখবে।
অন্যদিকে, ভিভো নতুন Vivo X Flip 2 ফোল্ডেবল ফোনের ওপরও কাজ করছে বলে জানা গেছে। তবে এটা স্পষ্ট নয় যে, ফ্লিপ ফোনটি Vivo X Fold 3-এর সাথে লঞ্চ হবে নাকি, Vivo X100 Pro+ এর সাথে। ভিভো সম্প্রতি ঘোষণা করেছে যে, Vivo X100 এবং X100 Pro আগামী ১৪ ডিসেম্বর বিশ্ব বাজারে লঞ্চ করা হবে। Vivo X100 লাইনআপের ল্যান্ডিং পেজটি লাইভ হয়েছে এবং ব্র্যান্ড Vivo X100 ও Vivo X100 Pro-এর জন্য প্রি-অর্ডার নেওয়াও শুরু করেছে।