চমক আরও বাকি, দুর্ধর্ষ প্রসেসর ও ক্যামেরার সঙ্গে Vivo X100 Pro+ ফোনের আগমন ঘটছে
ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজের স্মার্টফোন গতকালই চীনে লঞ্চ হয়েছে। Vivo X100 ও Vivo X100 Pro - উভয় ফোনই MediaTek Dimensity...ফ্ল্যাগশিপ Vivo X100 সিরিজের স্মার্টফোন গতকালই চীনে লঞ্চ হয়েছে। Vivo X100 ও Vivo X100 Pro - উভয় ফোনই MediaTek Dimensity 9300 চিপসেট সহ এসেছে। আবার শোনা যাচ্ছে, Snapdragon 8 Gen 3 প্রসেসর দিয়ে এই সিরিজের সবচেয়ে টপ-এন্ড মডেল, Vivo X100 Pro+ আগামী বছর বাজারে আসতে পারে। জল্পনা বাড়িয়ে একটি সূত্র ফোনটির সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করেছে।
Vivo X100 Pro+এর লঞ্চের টাইমলাইন (সম্ভাব্য)
ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ ফ্ল্যাগশিপ চিপটি রয়েছে, যেখানে টপ-এন্ড ভিভো এক্স১০০ প্রো প্লাস মডেলটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটির লঞ্চে বিলম্ব করার সিদ্ধান্ত সম্ভবত ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো-এর সেলে নেতিবাচক প্রভাব এড়াতে ভিভোর তরফে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ।
পর্যাপ্ত সময়ের ব্যবধানের পর ভিভো এক্স১০০ প্রো প্লাস লঞ্চ করার মাধ্যমে, কোম্পানির লক্ষ্য প্রতিটি মডেলের স্বতন্ত্র আবেদনকে বৃদ্ধি করা এবং তাদের স্বতন্ত্র ফিচার এবং স্পেসিফিকেশন সহ বাজারের বিভিন্ন অংশের চাহিদা পূরণ করা।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার নতুন ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) পোস্টে দাবি করেছেন যে, ভিভোর কর্মকর্তারা ভিভো এক্স১০০ প্রো প্লাস-এর অস্তিত্ব নিশ্চিত করেছেন, কিন্তু এখনও লঞ্চের তারিখটি প্রকাশ করেননি। আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে চলা ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো এবং শাওমি ১৪ আল্ট্রা ফোনগুলি লঞ্চ হওয়ায় পরপরই এই ভিভো হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। টিপস্টার এর সাথেই যোগ করেছেন যে, ভিভো এক্স১০০ প্রো প্লাস বাকি দুই মডেলের লঞ্চের ছয় মাসের মধ্যে বাজারে পা রাখবে, অর্থাৎ ২০২৪-এর প্রথমার্ধের মধ্যেই।
এছাড়াও, রিপোর্টে দাবি করা হয়েছে যে Vivo X100 Pro+এ একটি কাস্টমাইজড ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা ১০x পর্যন্ত অপটিক্যাল জুম অফার করতে পারে। অন্যান্য রিপোর্ট অনুযায়ী, এতে ৫০ মেগাপিক্সেলের LYT-900 প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের IMX798 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের IMX758 পোর্ট্রেট লেন্স উপস্থিত থাকবে৷ ডিভাইসটি Vivo X100 Pro মডেলের মতো একই ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা অফার করতে পারে।