ক্যামেরা হয়ে উঠবে আরও আধুনিক, সুনাম বজায় রাখতে ফোন আপগ্রেড করতে চলেছে Vivo
ভিভো গত নভেম্বর মাসে তাদের ফ্ল্যাগশিপ Vivo X90 স্মার্টফোন সিরিজ চীনের বাজারে লঞ্চ করার পর, এ বছর ফেব্রুয়ারিতে এই...ভিভো গত নভেম্বর মাসে তাদের ফ্ল্যাগশিপ Vivo X90 স্মার্টফোন সিরিজ চীনের বাজারে লঞ্চ করার পর, এ বছর ফেব্রুয়ারিতে এই লাইনআপের ডিভাইসগুলি বিশ্ববাজারে এনেছে। তবে এই সিরিজটি বাজারে আসতে না আসতেই, কয়েক মাসের মধ্যেই এখন এর পরবর্তী প্রজন্মের লাইনআপটির বিষয়ে একাধিক রিপোর্ট সামনে আসতে শুরু করেছে। আসন্ন Vivo X100 সিরিজে পূর্বসূরির মতোই স্ট্যান্ডার্ড X100, X100 Pro এবং X100 Pro+ মডেলগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শেষের দিকে স্ট্যান্ডার্ড এবং প্রো সংস্করণটি বাজারে আসলেও, টপ-এন্ড 'প্রো+' মডেলটি আগামী বছরের কোনও এক সময় লঞ্চ হবে বলে শোনা রয়েছে। তবে তার আগেই এখন, এক টিপস্টার দাবি করেছেন যে Vivo X100 সিরিজের ক্যামেরা সেটআপটি একটি উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে আসবে এবং এর মধ্যে একটি পেরিস্কোপ জুম লেন্সও দেখা যাবে৷
Vivo X100 সিরিজের ক্যামেরা বিভাগে দেখা যাবে বিশেষ উন্নতি
ভিভো এক্স১০০ সিরিজের বিষয়ে প্রযুক্তি মহল দুটি বিভাগে বিভক্ত। এক পক্ষ দাবি করেছে যে, এক্স১০০-এ কোনও পেরিস্কোপ লেন্স থাকবে না। তবে অন্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সিরিজটিতে প্রকৃতপক্ষেই একটি পেরিস্কোপ ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর যেহেতু, ২০২১ সালে ভিভো এক্স৭০ প্রো সিরিজের লঞ্চের পর থেকে ভিভো তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে পেরিস্কোপ টেলিফোটো লেন্স দিয়ে আসছে, তাই, এক্স১০০ লাইনআপে সেটি না ব্যবহার করার কোনও মানে হয় না৷
সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, ভিভো এক্স১০০-এ সনি আইএমএক্স৯ সিরিজের ১/১৪এক্স-ইঞ্চি প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৬৩ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি টেলিফটো লেন্স থাকতে পারে। প্রধান ক্যামেরাটি আইএমএক্স৮৬৬ সেন্সরের একটি উন্নত মডেল হবে। অন্যদিকে, এক্স১০০ প্রো-তে একটি ১ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা, একটি নতুন পেরিস্কোপ জুম ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল আইএমএক্স৬৬৩ আল্ট্রা-ওয়াইড লেন্স উপস্থিত থাকবে বলে জানা গেছে।
এছাড়াও, Vivo X100 এবং X100 Pro মডেল দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেটব্যবহার করা হবে জানা গেছে। দুটি স্মার্টফোনই চীনে আগামী নভেম্বর মাসে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। তবে, X100 Pro+ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে।