চমকের ছড়াছড়ি, বাজার তুলকালাম করতে চলা Vivo X100 সিরিজের প্রসেসরের নাম ফাঁস হল

ভিভো (Vivo) গত বছরের প্রথমার্ধে Vivo X80 সিরিজ এবং দ্বিতীয়ার্ধে Vivo X90 লাইনআপ লঞ্চ করেছিল। তবে এ বছর সূত্রের তরফে...
Ananya Sarkar 5 Jun 2023 7:59 PM IST

ভিভো (Vivo) গত বছরের প্রথমার্ধে Vivo X80 সিরিজ এবং দ্বিতীয়ার্ধে Vivo X90 লাইনআপ লঞ্চ করেছিল। তবে এ বছর সূত্রের তরফে দাবি করা হয়েছে, ভিভো চলতি বছরের শেষে শুধুমাত্র X100 সিরিজ বাজারে নিয়ে আসবে। এবার জল্পনা বাড়িয়ে এক টিপস্টার Vivo X100, X100 Pro এবং X100 Pro+ মডেলে ব্যবহৃত চিপসেটের নাম প্রকাশ করেছেন। পাশাপাশি সিরিজের টপ-এন্ড মডেলটির কিছু স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। কী কী তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Vivo X100 সিরিজের চিপসেটের নাম প্রকাশ্যে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো এক্স১০০ এবং এক্স১০০ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট সহ আসবে। শোনা যাচ্ছে দুটি মডেলই উল্লিখিত প্রসেসর যুক্ত বিশ্বের প্রথম ফোন হবে। জানিয়ে রাখি, এক্স৯০ এবং এক্স ৯০ প্রো গত বছর নভেম্বরে প্রথম ডাইমেনসিটি ৯২০০ চিপের ফোন হিসাবে আত্মপ্রকাশ করেছিল।

এছাড়াও, টিপস্টার দাবি করেছেন যে, অঘোষিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরটি ভিভো এক্স১০০ প্রো প্লাস-কে শক্তি জোগাবে। জানিয়ে রাখি, কোয়ালকম সম্প্রতি নিশ্চিত করেছে যে তাদের ২০২৩ টেক সামিট ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুমান করা হচ্ছে যে, ওই ইভেন্টে SD8G3 লঞ্চ করা হবে।

রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে, Vivo X100 Pro+ একটি ১-ইঞ্চির সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরার সাথে আসবে, যা Vivo X90 Pro+ মডেলেও ব্যবহৃত হয়েছিল। সবশেষে স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Vivo X100 Pro ফোনে একটি ১-ইঞ্চির প্রাইমারি ক্যামেরা দেখা যাবে বলে জানা গিয়েছে, যার সঙ্গে উচ্চতর অপটিক্যাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত থাকবে। এছাড়াও টিপস্টার জানিয়েছেন যে ডিভাইসটি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং গ্লাস ব্যাক সহ আসবে।

Show Full Article
Next Story