লঞ্চের পরই আউট অফ স্টক! Vivo X100 সিরিজ কিনতে হুড়োহুড়ি পড়ার উপক্রম

Vivo X100 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে পরশুদিন। প্রত্যাশামতোই দারুণ লুকস এবং চমৎকার ফিচার্স নিয়ে এসেছে X100 ও X100 Pro। ফলে ক্রেতাদের মধ্যে ফোনগুলি…

Vivo X100 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে পরশুদিন। প্রত্যাশামতোই দারুণ লুকস এবং চমৎকার ফিচার্স নিয়ে এসেছে X100 ও X100 Pro। ফলে ক্রেতাদের মধ্যে ফোনগুলি নিয়ে আগ্রহ চোখে পড়ার মতো। বুকিং তথা বিক্রিও বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ চাহিদা কতটা সেটা আবার নিজেই ফাঁস করলেন ভিভোর ভাইস প্রেসিডেন্ট। বিক্রি দেখে তিনি নিজেও অবাক। চলুন দেখে নিই তিনি কী বললেন।

Vivo X100 সিরিজের বিক্রি সাড়ে সাত গুন বেড়েছে

ভিভোর ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন যে, লঞ্চ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভিভো এক্স১০০ সিরিজের বিক্রি আগের ফ্ল্যাগশিপ, ভিভো এক্স৯০ বা ভিভো এক্স৯০ প্রো-এর তুলনায় আশ্চর্যজনকভাবে ৭.৪ গুণ বেড়েছে। নতুন মডেলগুলির জন্য বিশাল চাহিদার দিকটি বোঝাতে ভিভোর ভিপি মজার ছলে জানিয়েছেন যে, ফোনের স্ক্রু তৈরির জন্য তাকে ওই দিনই প্রোডাকশন লাইনে তত্ত্বাবধান করতে যেতে হয়েছে। তবে তার এই বক্তব্যটি অপ্রত্যাশিতভাবে স্টকের ঘাটতি এবং সম্ভাব্য বিলম্বের দিকেও নির্দেশ করে।

2023 11 14 140033

ভিভো এক্স১০০ সিরিজ শক্তিশালী আপগ্রেডের সাথে এসেছে, যা মিডিয়াটেকের এআই (AI)-কেন্দ্রিক চিপ, ডাইমেনসিটি ৯৩০০ এবং উন্নত অরিজিনওএস ৪ (OriginOS 4) অপারেটিং সিস্টেমের সাথে মিলিত ভিভোর সেল্ফ-ডেভেলপ করা ভি৩ ইমেজিং চিপ যুক্ত প্রথম ফোন হয়ে এসেছে। উল্লেখযোগ্যভাবে, টার্মিনাল সাইডে ৭ বিলিয়ন প্যারামিটার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এবং এন্ড সাইডে ১৩ বিলিয়ন প্যারামিটার মডেল অন্তর্ভুক্ত হয়েছে, যার মাধ্যমে Vivo X100 সিরিজ এআই পাওয়ারহাউস হিসাবে ব্যতিক্রমী ইন্টেলিজেন্সের ক্ষমতা রাখে।

ব্যাটারি লাইফের ক্ষেত্রে, Vivo X100 এবং Vivo X100 Pro যথাক্রমে ৫,০০০ এমএএইচ এবং ৫,৪০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা গত বছরের ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো-এর তুলনায় বেশি ক্ষমতার। কারণ আগের মডেলগুলি যথাক্রমে ৪,৮১০ এমএএইচ এবং ৪,৮৭০ এমএএইচব্যাটারি অফার করতো।