13 মে বড় ধামাকার জন্য প্রস্তুত থাকুন, লঞ্চ হচ্ছে Vivo X100 Ultra, X100s, X100s Pro

সম্প্রতি ভিভো (Vivo) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা চীনে আগামী ১৩ মে সন্ধ্যা ৭ টায় Vivo X100 Ultra, Vivo X100s...
Ananya Sarkar 6 May 2024 12:07 PM IST

সম্প্রতি ভিভো (Vivo) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তারা চীনে আগামী ১৩ মে সন্ধ্যা ৭ টায় Vivo X100 Ultra, Vivo X100s এবং Vivo X100s Pro নামে তিনটি নতুন ফোন উন্মোচন করবে। এই হ্যান্ডসেটগুলি এখন ভিভো চায়নার অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়েছে। অফিসিয়াল লিস্টিংগুলি এই স্মার্টফোনগুলির ডিজাইন, কালার অপশন এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo X100 Ultra: স্টোরেজ অপশন, ডিজাইন, কালার ভ্যারিয়েন্ট

ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিভো এক্স১০০ আল্ট্রা ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং টাইটানিয়াম কালার অপশনগুলিতে উপলব্ধ হবে। ফোনটির সামনে কার্ভড-এজ ডিসপ্লে এবং পিছনে তিনটি ক্যামেরা সহ একটি বিশাল গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। আর মডিউলের ভিতরে জেইস (Zeiss) ব্র্যান্ডিংটি দেখা যায়। পিছনের প্যানেলের ওপরের-ডান কোণে একটি উল্লম্ব এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে।

শোনা যাচ্ছে যে, ভিভো এক্স১০০ আল্ট্রা তিনটি বিকল্পে পাওয়া যাবে - ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ। জানিয়ে রাখি, এই ফোনে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটটি ব্যবহৃত হবে।

Vivo X100s এবং X100s Pro: স্টোরেজ অপশন, ডিজাইন, কালার ভ্যারিয়েন্ট

Vivo X100-এর অফিসিয়াল ইমেজগুলি দেখায় যে এটিতে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে, যেখানে Vivo X100s Pro কার্ভড-এজ স্ক্রিন সহ আসবে। দুটি ফোনেরই রিয়ার ডিজাইন একই রকম। Vivo X100s Pro ব্ল্যাক, হোয়াইট এবং টাইটানিয়াম - এই তিন কালার অপশনে বাজারে আসবে। এই ডিভাইসটিও তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Vivo X100s চারটি বিকল্পে পাওয়া যাবে - ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ। টাইটানিয়াম, ব্ল্যাক এবং হোয়াইট ছাড়াও, Vivo X100s একটি সায়ান কালার শেডেও পাওয়া যাবে। Vivo X100s এবং X100s Pro আসন্ন MediaTek Dimensity 9300 Plus চিপসেট দ্বারা চালিত বিশ্বের প্রথম ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story