Vivo X100 ও Vivo X100 Pro দুর্ধর্ষ ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, পিছনে ফেলবে DSLR কে, দাম কত

Vivo আজ ভারতে তাদের দুটি ফ্ল্যাগশিপ ফোন Vivo X100 ও Vivo X100 Pro লঞ্চ করল। দুটি ফোনেরই মূল আকর্ষণ ক্যামেরা। উভয়...
techgup 4 Jan 2024 1:25 PM IST

Vivo আজ ভারতে তাদের দুটি ফ্ল্যাগশিপ ফোন Vivo X100 ও Vivo X100 Pro লঞ্চ করল। দুটি ফোনেরই মূল আকর্ষণ ক্যামেরা। উভয় ডিভাইসেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার Vivo X100 ও Vivo X100 Pro ফোনে পাওয়া যাবে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৮টি এলটিপিও ডিসপ্লে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo X100 ও Vivo X100 Pro এর দাম বা মূল্য

ভিভো এক্স১০০ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর ভিভো এক্স১০০ প্রো একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এদের দাম নীচে দেওয়া হল -

ভিভো এক্স১০০ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৬৩,৯৯৯ টাকা। আর এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা।

আবার Vivo X100 Pro এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৯,৯৯৯ টাকা।

স্মার্টফোনগুলি এখন প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ। বিজয় সেলস, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, জিও ডিজিটাল স্টোরের মতো অফলাইন এবং অনলাইন স্টোরগুলির মাধ্যমে ফোনটি প্রি-অর্ডার করা যাবে।

লঞ্চ অফারের কথা বললে Vivo X100 ও Vivo X100 Pro কেনার সময় আইসিআইসিআই এবং এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে এবং এক্সচেঞ্জ অফারে ক্রেতারা ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Vivo X100 ও Vivo X100 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত। বেস মডেলটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ এবং অন্যটি ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। অন্যদিকে এক্স১০০ প্রো ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে।

এদিকে Vivo X100 ও Vivo X100 Pro মডেলছ রয়েছে ৬.৭৮ ইঞ্চি ৮টি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এগুলির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। আর সামনে সেলফির জন্য, উভয় স্মার্টফোনেই ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

ফটোগ্রাফির জন্য দুটি স্মার্টফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রো মডেলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং বিশেষ পেরিস্কোপ জুম ক্যামেরা। এই ৫০ মেগাপিক্সেল জুম সেন্সরের সামনে রয়েছে ১০০ মিমি লেন্স, যা অনন্য এবং জেইস এপিও সার্টিফিকেশন প্রাপ্ত। এছাড়াও, এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত এবং ভিভোর লেটেস্ট ৬ এনএম ভি৩ ইমেজিং চিপ ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, Vivo X100 ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৬৪ মেগাপিক্সেল সেন্সর সহ ৭০ মিমি জুম লেন্স এবং এক্স 100 প্রো এর মতো একই ১৫ মিমি আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। তবে এতে গত বছরের ভি২ ইমেজিং চিপ ব্যবহার করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য বেস মডেলে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং প্রো মডেলে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। মজার বিষয় হল, Vivo X100 স্মার্টফোনে ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে Vivo X100 Pro আরও প্রিমিয়াম মডেল এবং বড় ব্যাটারি সহ আসা সত্ত্বেও, এতে কেবল ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সমর্থন করে।

Show Full Article
Next Story