গুগল ও স্যামসাং কে পিছনে ফেলে এবার Vivo ও iQOO ফোনে প্রথমে আসছে Android 15 আপডেট

গুগল ও স্যামসাংয়ের আগে Vivo তাদের ফোন ব্যবহারকারীদের Android 15 অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ করে দিল। আসলে সংস্থার বেশ কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৫…

Vivo X100 X Fold 3 Pro Iqoo 12 Smartphone Receiving Android 15 Funtouch Os 15 Update

গুগল ও স্যামসাংয়ের আগে Vivo তাদের ফোন ব্যবহারকারীদের Android 15 অপারেটিং সিস্টেম ব্যবহারের সুযোগ করে দিল। আসলে সংস্থার বেশ কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Funtouch OS 15 আপডেট পৌঁছে গেছে। যদিও এই কাস্টম স্কিনটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নির্ধারিত হয়েছে আগামীকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর। তবে তার আগেই কিছু ভাগ্যবান Vivo ফোন ব্যবহারকারী নতুন ওএস ভিত্তিক আপডেট পেয়েছে।

Google ও Samsung এর আগেই Vivo ফোনে Android 15 আপডেট

গুগল এবং স্যামসাং এতদিন সবার আগে তাদের পিক্সেল এবং গ্যালাক্সি ডিভাইসে নতুন অ্যান্ড্রয়েড আপডেট পৌঁছে দিত। তবে এবার এই রীতির পরিবর্তন হয়ে গেল। কারণ পিক্সেল ৯ সিরিজ এখনও অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পায়নি। শোনা গেছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এই সিরিজের জন্য নতুন আপডেট রোলআউট করা হবে

এদিকে স্যামসাং-ও কবে Android 15 ভিত্তিক One UI আপডেট নিয়ে আসবে তাও এখনও স্পষ্ট নয়। আপাতত যা রিপোর্ট তাতে অক্টোবরের শেষের দিকে কিছু স্যামসাং ফোন নতুন ওএস ভিত্তিক আপডেট পাবে। ফলে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পৌঁছে দেওয়ার কাজ স্যামসাং ও গুগলের আগে ভিভো করলো।

Vivo-র এই ফোনগুলি প্রথমে পাবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক Funtouch OS 15 আপডেট

ঘোষণা ছাড়াই কিছু ভিভো ফোন নতুন আপডেট পেলেও সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে Vivo X100 সিরিজ, Vivo X Fold 3 Pro এবং iQOO 12 এর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ আপডেট রোলআউট করা হবে।

Funtouch OS 15 এর ফিচার

ভিভোর তরফে বলা হয়েছে, Vivo X100 সিরিজ, Vivo X Fold 3 Pro এবং iQOO 12 ফোন ব্যবহারকারীরা শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৫ ছাড়াও ফানটাচওএস ১৫ এর অনেক নতুন ফিচার পাবে। এর মধ্যে গ্যালারী অ্যাপে এআই চালিত ইরেজার টুল অন্তর্ভুক্ত থাকবে, যা সম্ভবত গুগল ফটোজের ম্যাজিক ইরেজার ফিচারের অনুরূপ কাজ করবে। এছাড়া ফটো এডিটরদের জন্য ছবি থেকে শ্যাডো ও ব্যাকগ্রাউন্ড সরানোর সুবিধা দেওয়া হবে।

আবার ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে লাইভ ট্রান্সক্রাইব ফিচার থাকবে যা ফোনে যে কথা বলা হবে সেগুলি স্ক্রিনে লিখে দেবে। যাদের শোনার ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের জন্য এটি একটি দুর্দান্ত ফিচার হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন