Vivo X100s: মিনিটেই ব্যাটারি ফুল! সুপার ফাস্ট চার্জিং স্পিড সহ আসছে ভিভোর নয়া ফোন
ভিভো আগামী সপ্তাহে তাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট চীনা বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে Vivo X...ভিভো আগামী সপ্তাহে তাদের বেশ কিছু নতুন প্রোডাক্ট চীনা বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে রয়েছে Vivo X Fold 3 সিরিজের ফোল্ডেবল, Vivo TWS 4 ইয়ারবাড এবং Vivo Pad 3 Pro ট্যাবলেট। এগুলি ছাড়াও, ভিভো তাদের X100 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোনের ওপরও কাজ করছে বলে জানা গেছে। সেটি Vivo X100s নামে বাজারে পা রাখতে পারে। আর এখন চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে ফোনটির ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে।
Vivo X100s পেল 3C-এর অনুমোদন
একটি নতুন ভিভো স্মার্টফোন V2359A মডেল নম্বর চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্ম ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি নাম প্রকাশ না করলেও, অনুমান করা হচ্ছে যে এই ফোনটি সম্ভবত ফ্ল্যাগশিপ এক্স100 সিরিজে অন্তর্ভুক্ত ভিভো এক্স100এস হবে। থ্রিসি ডেটাবেস অনুযায়ী, ডিভাইসটি 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, সার্টিফিকেশন থেকে ভিভো এক্স100এস সম্পর্কে আর কিছু জানা যায়নি।
এদিকে, বেশ কয়েক মাস ধরে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট)-তে ভিভো এক্স100এস-এর বিভিন্ন স্পেসিফিকেশন শেয়ার করছেন। শোনা যাচ্ছে যে, এটি ব্ল্যাক, হোয়াইট, গ্রীন এবং টাইটানিয়াম কালার অপশনে আসবে। ফোনটির সামনে ফ্ল্যাট ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা আল্ট্রা স্লিম বেজেল এবং 1.5K রেজোলিউশন অফার করবে। হ্যান্ডসেটটির ফ্রেমটি ফ্ল্যাট এবং ধাতু দিয়ে তৈরি হবে বলে আশা করা হচ্ছে, আর পিছনে একটি কাঁচ নির্মিত প্যানেল থাকবে।
প্রসেসরের ক্ষেত্রে, Vivo X100S মডেলটি 4 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত MediaTek Dimensity 9300+ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। Plus মডেলটি সম্ভবত রেগুলার Dimensity 9300-এর থেকে উচ্চতর ক্লক স্পিড অফার করবে। জানিয়ে রাখি, Dimensity 9300-এ প্রাইম Cortex-X4 কোর 3 গিগাহার্টজ, তিনটি Cortex-X4 কোর 2.85 গিগাহার্টজ, চারটি Cortex-A720 কোর 2.0 গিগাহার্টজে রান করে। আর গ্রাফিক্সের জন্য Mali-G720 Immortalis MP12 জিপিইউ যুক্ত রয়েছে।
উল্লেখ্য, ফ্ল্যাগশিপ Vivo X100S এই মাসের শেষের দিকে চীনে আত্মপ্রকাশ করবে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল। তবে, কোম্পানি এখনও স্মার্টফোনটির লঞ্চ সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করেনি, ফলে চলতি মাসে ফোনটির লঞ্চের সম্ভাবনা কম বলে মনে হচ্ছে।