DSLR-এর মতো ক্যামেরা, কম্পিউটারের থেকেও বেশি স্টোরেজ, ধামাকা আনছে Vivo
ভিভো তাদের X100 সিরিজে নতুন মডেল সংযোজন করতে চলেছে। ব্র্যান্ডটি আগামীকাল, ১৩ মে চীনে আয়োজিত লঞ্চ ইভেন্টে Vivo X100s,...ভিভো তাদের X100 সিরিজে নতুন মডেল সংযোজন করতে চলেছে। ব্র্যান্ডটি আগামীকাল, ১৩ মে চীনে আয়োজিত লঞ্চ ইভেন্টে Vivo X100s, Vivo X100s Pro এবং Vivo X100 Ultra ফোনগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। ইতিমধ্যেই এই হ্যান্ডসেটগুলির সর্ম্পকে নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এমনকি সম্প্রতি Vivo X100s ফোনের অফিসিয়াল হ্যান্ড-অন ইমেজও সামনে এসেছে। আর এখন লঞ্চের কয়েক ঘণ্টা আগে এক টিপস্টারের সৌজন্যে Vivo X100s ফোনের প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।
সামনে এল Vivo X100s ফোনের মূল স্পেসিফিকেশন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (DCS) তার লেটেস্ট ওয়েইবো পোস্টে ভিভো এক্স১০০এস ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশনের তালিকাটি শেয়ার করেছেন। যদিও ফোনটি এখনও উন্মোচন করা হয়নি, তবে আসন্ন স্মার্টফোনটির সম্পর্কে প্রায় সবকিছুই প্রকাশ করা হয়েছে। টিপস্টারের মতে, ভিভো এক্স১০০এস ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেটের সাথে আসবে। আগের রিপোর্টগুলি ইঙ্গিত করেছিল যে, ডিভাইসটিতে ২,৮০০×১,২৬০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ভিশনক্স (Visionox) দ্বারা তৈরি করা হবে৷
ভিভো এক্স১০০এস ফোনটিকে ১২ জিবি এবং ১৬ জিবি - এই দুটি র্যাম বিকল্পে অফার করা হবে বলে জানা গেছে। তবে ফোনটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে, এগুলি হল ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। ভিভো এক্স১০০এস ফোনের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরাটি ১৫ মিমি ফোকাল লেন্থ অফার করবে এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাটি ৩X জুম ক্ষমতা সহ আসবে বলে শোনা যাচ্ছে। ডিসিএস ক্যামেরাগুলির অ্যাপারচার সম্পর্কে সুস্পষ্ট তথ্য দেননি, কারণ পোস্টে প্রকাশিত এফ/১.৫৭ - এফ/২.৫৭ দ্বারা কোন ক্যামেরার অ্যাপারচারকে উল্লেখ করা হচ্ছে, তা নির্দিষ্ট করে না। তবে ধরে নেওয়া হচ্ছে যে প্রধান ক্যামেরার অ্যাপারচার এফ/১.৫৭ এবং পেরিস্কোপ ক্যামেরার অ্যাপারচার এফ/২.৫৭ হতে পারে।
এছাড়া, ভিভো তাদের প্রোমোশনাল টিজারে প্রকাশ করেছিল যে, Vivo X100s ফোনটি হবে ৭.৮ মিলিমিটার পাতলা। এই স্লিম প্রোফাইলের পিছনে যে কারণগুলি রয়েছে মধ্যে একটি হল কার্ভড স্ক্রিনের পরিবর্তে ফ্ল্যাট স্ক্রিন বেছে নেওয়া। হ্যান্ডসেটটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং থাকবে৷ এছাড়াও, Vivo X100s কোম্পানির নিজস্ব Vivo V2 ইমেজ চিপ সাপোর্ট করবে এবং এর ক্যামেরার লেন্সে জেইস টি* (Zeiss T*) কোটিং থাকবে।