বাজার কাঁপিয়ে লঞ্চ হল Vivo X100s এবং X100s Pro, ক্যামেরা, প্রসেসর চমকে দেবে

Vivo X100s এবং Vivo X100s Pro অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। দুই ফোনেই শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর...
Ananya Sarkar 14 May 2024 2:25 PM IST

Vivo X100s এবং Vivo X100s Pro অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হল। দুই ফোনেই শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ প্রসেসর রয়েছে। আবার ডিভাইস দুটি উন্নত APU সহ এসেছে, যা 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' (AI) ভিত্তিক টাস্কের জন্য ১০% পারফরম্যান্স বুস্ট প্রদান করে। এই সিরিজের স্ট্যান্ডার্ড ও 'Pro' উভয় হ্যান্ডসেটের - ডিসপ্লে, সেলফি ক্যামেরা, ও স্টোরেজ, ও চার্জিং অনুরূপ থাকছে। যদিও রিয়ার ক্যামেরা সম্পূর্ণ আলাদা। চলুন Vivo X100s এবং Vivo X100s Pro এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Vivo X100s এবং Vivo X100s Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভো এক্স১০০এস এবং ভিভো এক্স১০০এস প্রো উভয় স্মার্টফোনেই ৬.৭৮-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। যার মধ্যে স্ট্যান্ডার্ড মডেলে ফ্ল্যাট ডিসপ্লে এবং উচ্চতর ভার্সনে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় মডেলের ডিসপ্লেই ২৮০০x১২৬০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিট পিক ব্রাইটনেস, ১.০৭ বিলিয়ন কালার, ৯৩.৪৩% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১০০ শতাংশ DCI-P3 কালার গ্যামেট কভারেজ সাপোর্ট করে। দুটি স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ ৩.৪ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০+ প্রসেসর। হ্যান্ডসেটগুলি ১৬ জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট UFS 4.0 স্টোরেজ সহ এসেছে। প্রসঙ্গত সংস্থাটি, সিরিজের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ভি২ চিপ এবং প্রো মডেলে নতুন ভি৩ ইমেজিং চিপ অন্তর্ভুক্ত করেছে।

এবার আসা যাক ক্যামেরা বিভাগের প্রসঙ্গে। উচ্চতর Vivo X100s Pro ফোনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল- এফ/১.৭৫ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (১-ইঞ্চি সেন্সর সাইজ) + এফ/২.৫ অ্যাপারচার ও ৪.৩এক্স অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল Zeiss APO সুপার-টেলিফটো লেন্স + এফ/২.০ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। অন্যদিকে, Vivo X100s ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৫৭) + ৩এক্স অপটিক্যাল জুম যুক্ত ৬৪ মেগাপিক্সেল টেলিফোন সেন্সর (অ্যাপারচার : এফ/২.৫৭) + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স (অ্যাপারচার : এফ/২.০)।

উভয় ফোনের রিয়ার ক্যামেরা সিস্টেম ১০০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। আবার 'প্রো' মডেলটি ৮কে রেজোলিউশনে এবং নন-প্রো ভ্যারিয়েন্টটি সর্বাধিক ৪কে রেজোলিউশনে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দেয়। এছাড়া, উভয় মডেলের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X100s ফোনে ১০০ ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থিত ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে, Vivo X100s Pro ফোনে আরও বড় ৫,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। পরিশেষে উভয় মডেল IP69 এবং IPX8 রেটিং প্রাপ্ত।

Vivo X100s এবং Vivo X100s Pro স্মার্টফোনের দাম

চীনের বাজারে Vivo X100s এবং Vivo X100s Pro উভয় স্মার্টফোনই - টাইটানিয়াম, হোয়াইট এবং ব্ল্যাক / ডার্ক গ্রে কালার বিকল্পে পাওয়া যাবে। তবে সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটি অতিরিক্ত গ্রীন কালার অপশনে এসেছে।

এবার আসা যাক দামের প্রসঙ্গে। চীনে Vivo X100s ফোনের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৭০০ টাকা) থেকে শুরু হচ্ছে। এই দাম এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আবার ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্প যথাক্রমে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫০,২০০ টাকা) ও ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৭০০ টাকা) মূল্যে পাওয়া যাবে। এছাড়া টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ অপশনটি লঞ্চ করা হয়েছে ৫,১৯৯ ইউয়ান (প্রায় ৫৯,৪০০ টাকা) মূল্যে।

অন্যদিকে Vivo X100s Pro মডেলটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,১০০ টাকা) ও ৫,৫৯৯ ইউয়ান (প্রায় ৬৪,০০০ টাকা) রাখা হয়েছে। আবার উচ্চতর ১৬ জিবি র‍্যাম + ১ টেরাবাইট স্টোরেজ মডেলটি কিনতে খরচ পড়বে ৬,১৯৯ ইউয়ান (প্রায় ৭০,৮০০ টাকা)।

Show Full Article
Next Story