লঞ্চের আগেই Vivo X200 ফোনের ডিজাইন প্রকাশ্যে, চোখ ফেরাতে পারবেন না

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ। তার আগে এই সিরিজের ক্যামেরা সহ বিভিন্ন ফিচার সংস্থার তরফে টিজ করা হচ্ছে। আজ আবার ভিভোর প্রোডাক্ট ম্যানেজার,…

Julai Mondal 29 Sept 2024 6:14 PM IST

আগামী মাসে লঞ্চ হবে Vivo X200 সিরিজ। তার আগে এই সিরিজের ক্যামেরা সহ বিভিন্ন ফিচার সংস্থার তরফে টিজ করা হচ্ছে। আজ আবার ভিভোর প্রোডাক্ট ম্যানেজার, হান বক্সাইও আপকামিং Vivo X200 ফোনের ফ্রন্ট ডিজাইন সামনে আনলেন। উল্লেখ্য, কয়েকদিন আগে তিনি ডিভাইসটির রিয়ার ডিজাইন প্রকাশ করেছিলেন।

উইবো তে শেয়ার করা ছবি অনুযায়ী, আসন্ন ভিভো এক্স২০০ আল্ট্রা ন্যারো বেজেল সহ আসবে, আর এতে মাইক্রো কোয়াড কার্ভড ডিজাইন দেখা যাবে। আর এর স্ক্রিন ফ্লাট হবে। ফোনটি সাফায়ার ব্লু, মুনলাইট হোয়াইট ও টাইটানিয়াম, মিডনাইট ব্ল্যাক কালারে আসবে।

এর আগে, ভিভো এক্স২০০ এর রিয়ার প্যানেলের ছবি দেখে জানা গিয়েছিল যে এতে ঢেউয়ের মতো প্যাটার্ন দেখা যাবে। আর বিভিন্ন পরিস্থিতিতে ও আলোতে এর ব্যাক প্যানেলের কালার বদলে যাবে। এই ডিভাইসটি লো লাইট ফটোগ্রাফি করতে দেবে।

উল্লেখ্য, Vivo X200 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই ক্যামেরাগুলি হবে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন১ আল্ট্রা ওয়াইড লেন্স, ৩এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। আর এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, ১ টিবি স্টোরেজ, ৫,৭০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আগামী ১৪ অক্টোবর Vivo X200 সিরিজ চীনে‌ লঞ্চ হতে পারে। এই সিরিজের অধীনে Vivo X200 Pro, Vivo X200 Pro Mini, ও Vivo X200 Pro Satellite Communication Version সহ বেশ কয়েকটি ফোন বাজারে আসবে।

Show Full Article
Next Story