২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo X200 ও Vivo X200 আগামী সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে

আগামী ২৮ নভেম্বর থাইল্যান্ডে এই সিরিজ আত্মপ্রকাশ করবে। এই সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ হবে - Vivo X200 ও Vivo X200 Pro

Suman Patra 13 Nov 2024 8:59 AM IST

Vivo X200 সিরিজ এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে। ভিভো ইতিমধ্যেই মালয়েশিয়ায় এই সিরিজ টিজ করতে শুরু করেছে। যদিও এদের লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি। তবে টিপস্টার পারাস গুগালনি একটি এক্স পোস্টে দাবি করেছেন যে ভিভো এক্স২০০ সিরিজ মালয়েশিয়ায় ১৯ নভেম্বর লঞ্চ হতে চলেছে। আশা করা হচ্ছে ভিভো শীঘ্রই লঞ্চের তারিখ নিশ্চিত করবে। টিপস্টার আরও বলেছেন যে, আগামী ২৮ নভেম্বর থাইল্যান্ডে এই সিরিজ আত্মপ্রকাশ করবে। এই সিরিজের অধীনে দুটি ফোন লঞ্চ হবে - Vivo X200 ও Vivo X200 Pro।

গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে না Vivo X200 Pro Mini

অক্টোবরে ভিভো এক্স২০০ সিরিজের অধীনে তিনটি ফোন এসেছিল - ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো ও ভিভো এক্স২০০ প্রো মিনি। তবে শেষের মডেলটি গ্লোবাল মার্কেটে আসবে না। মালয়েশিয়ায় কোম্পানি যে টিজার রিলিজ করেছে সেখানে বেস ও প্রো মডেল লঞ্চের কথা বলা হয়েছে।



এদিকে পারাস গুগালনি ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্টের কালার ভ্যারিয়েন্ট সামনে এনেছেন। তিনি বলেছেন, ভিভো এক্স২০০ মডেলটি কপার গ্রীন, মুনলাইট হোয়াইট, কোবাল্ট ব্লু, কার্বন ব্ল্যাক কালারে আসবে। আবার টাইটেনিয়াম গ্রে, কার্বন ব্ল্যাক, কোবাল্ট ব্লু কালারে পাওয়া যাবে ভিভো এক্স২০০ প্রো মডেলটি।

ভিভো এক্স২০০ সিরিজের স্পেসিফিকেশন

ভিভো এক্স২০০ ডিভাইসে ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার প্রো মডেলে একই স্পেক্স সহ ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। আর সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। উভয় ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ভিভো এক্স২০০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে ওয়াইড, আল্ট্রা ওয়াইড ও ৩এক্স জুম শটের জন্য ৫০ মেগাপিক্সেল লেন্স আছে। আর প্রো মডেলে আপগ্রেড টেলিফটো লেন্স পাওয়া যাবে, যা আদতে একটি ২০০ মেগাপিক্সেল সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য বেস মডেলে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার ভিভো এক্স২০০ প্রো স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। উভয় মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর প্রো মডেল ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে।

Show Full Article
Next Story