Vivo X200 Pro বাজারে আসতেই ঝড় তুলবে, 200MP পেরিস্কোপ ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি

Vivo অক্টোবরের মাঝামাঝিতে Vivo X200 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে তিনটি মডেল আসতে পারে – X200, X200+ ও X200 Pro। এরমধ্যে শেষের মডেলটির…

vivo x200 pro full specifications display camera battery details leaked

Vivo অক্টোবরের মাঝামাঝিতে Vivo X200 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে তিনটি মডেল আসতে পারে – X200, X200+ ও X200 Pro। এরমধ্যে শেষের মডেলটির বিশেষ কিছু স্পেসিফিকেশন সামনে এনেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। এখান থেকে Vivo X200 Pro এর ডিসপ্লে সহ ক্যামেরা সম্পর্কিত তথ্য জানা গেছে।

Vivo X200 Pro ফোনে থাকবে এই ফিচার

টিপস্টার তার উইবো পোস্টে জানিয়েছেন যে, আসন্ন ভিভো এক্স200 প্রো মডেলে 1.5কে 8টি এলটিপিও মাইক্রো কোয়াড কার্ভড স্ক্রিন থাকবে, যার মধ্যে আল্ট্রাসনিক ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আগের রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, এতে 6.7 ইঞ্চি ওলেড ডিসপ্লে পাওয়া যাবে।

আরও পড়ুন : বিশ্বের প্রথম থ্রি-ফোল্ড স্মার্টফোন লঞ্চ হচ্ছে এই তারিখে, বড় ঘোষণা Huawei এর

এছাড়া ভিভো এক্স200 প্রো এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল সনি প্রাইমারি ক্যামেরা দেখা যাবে, যার সাথে থাকবে 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

আরও পড়ুন : Vivo X200 Pro ফোনের ফিচারে পাগল হবেন, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি

আবার Vivo X200 Pro স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে 6,000 এমএএইচ ব্যাটারি। আবার এটি আইপি68/69 রেটিং সহ আসবে। ফলে জল ও ধুলোতে ডিভাইসটি নষ্ট হবে না। আপাতত এই ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে এই তথ্যগুলি জানা গেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন