Vivo X200 Pro ফোনের ফিচারে পাগল হবেন, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে 6000mAh ব্যাটারি

ভিভো সম্প্রতি ভারতে তাদের ভিভো ভি৪০ সিরিজ লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ Vivo X200 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Vivo…

Vivo X200 Pro Key Specifications Leaked 200 Megapixel Camera 6000Mah Battery

ভিভো সম্প্রতি ভারতে তাদের ভিভো ভি৪০ সিরিজ লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ Vivo X200 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Vivo X200, Vivo X200 Pro এবং Vivo X200 Mini নামে তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো। ডিভাইসগুলো কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য জানা যায়নি। তবে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবোতে এই সিরিজের প্রো মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন ও প্রসেসর ফাঁস করেছে। জানা গেছে ফোনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

Vivo X200 Pro ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স

ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে আরও জানা গেছে যে, এই ফোনে ২২এনএম প্রসেস প্রযুক্তি সহ ৫০ মেগাপিক্সেল সনি সেন্সর থাকবে। এছাড়া ভিভো এক্স১০০ আল্ট্রার মতো স্মার্টফোনের পিছনে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্সও দেখা যাবে। এই ক্যামেরায় ১/১.২৮ ইঞ্চি এবং এফ/২.৬৭ অ্যাপারচারের একটি বড় সেন্সর থাকবে। আবার ভিভো এক্স২০০ প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সও দিতে চলেছে ভিভো।

শক্তিশালী প্রসেসর ও ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসছে ভিভোর নতুন ফোন

প্রসেসর হিসেবে অসন্ন ভিভো ফোনে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট দেওয়া হবে। অন্যান্য রিপোর্টে এই ফোনের আরও কিছু ফিচার দেওয়া হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স২০০ প্রো হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চি ওএলইডি প্যানেল দেখা যাবে। এই ডিসপ্লেতে থাকবে মাইক্রো-কার্ভেচার ডিজাইন এবং আল্ট্রা-থিন বেজেল। আর এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে।

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই স্মার্টফোনে আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটির ব্যাটারি সম্পর্কে বলা হচ্ছে, এতে দেওয়া হবে ৬০০০ এমএএইচ। প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরে চিনে এই সিরিজ লঞ্চ হতে চলেছে।