স্মার্টফোনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা! প্রকাশ্যে এল Vivo X200 সিরিজের ফার্স্ট লুক
সম্প্রতি চীনে ভিভো (Vivo) ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার আসন্ন Vivo X200 স্মার্টফোনের রিয়ার এবং ফ্রন্ট প্যানেলের ডিজাইনগুলি দেখানোর জন্য কিছু ছবি প্রকাশ করেছেন। তবে, কোম্পানি এখনও…
সম্প্রতি চীনে ভিভো (Vivo) ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার আসন্ন Vivo X200 স্মার্টফোনের রিয়ার এবং ফ্রন্ট প্যানেলের ডিজাইনগুলি দেখানোর জন্য কিছু ছবি প্রকাশ করেছেন। তবে, কোম্পানি এখনও Vivo X200 Pro এবং Vivo X200 Pro Mini-এর মতো অন্যান্য মডেলের ডিজাইন প্রদর্শন করেনি। আশ্চর্যজনকভাবে, পুরো Vivo X200 লাইনআপটি এখন চীনের রিটেইল প্ল্যাটফর্ম, জিংডং বা জেডি (JD.com)-তে প্রকাশিত হয়েছে। যদিও সঠিক জেডি লিস্টিংটি খুঁজে পাওয়া যায়নি, তবে চীনা প্রযুক্তি ব্লগারদের শেয়ার করা স্ক্রিনশটগুলি Vivo X200, Vivo X200 Pro এবং Vivo X200 Pro Mini ফোনের ডিজাইন এবং কালার অপশনগুলিকে প্রকাশ করেছে৷ আসুন এগুলি দেখে নেওয়া যাক।
Vivo X200 সিরিজের ডিজাইন প্রকাশিত হয়েছে
প্রকাশ্যে আসা নতুন ছবিগুলি থেকে জানা গেছে যে, ভিভো এক্স২০০ সিরিজের জন্য আগামী ৮ অক্টোবর থেকে চীনে রিজার্ভেশন প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ১৪ অক্টোবর আনুষ্ঠানিক লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ভিভো এক্স২০০ এবং ভিভো এক্স২০০ প্রো একইরকম কালার অপশনে পাওয়া যাবে, এগুলি হল মুনলাইট হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এবং টাইটানিয়াম।
উভয় ফোনেই একটি বড় ধাতব রিংয়ের ভিতরে একটি গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। মডিউলের মধ্যে একাধিক ক্যামেরা সেন্সর এবং জেইস (ZEISS) ব্র্যান্ডিং দেখা যায়। রিপোর্ট অনুযায়ী, দুটি ফোনের পিছনেই ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এলইডি ফ্ল্যাশ ইউনিটটি গোলাকার ক্যামেরা মডিউলের বাইরে, ওপরের ডানদিকে, মডিউলের সংলগ্ন স্থানে স্থাপন করা হয়েছে।
Vivo X200 মডেলের ক্যামেরা লেন্সগুলি প্রতিসমভাবে সাজানো হয়েছে, যেখানে Vivo X200 Pro মডেলের লেন্সগুলির জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। Vivo X200 Pro Mini এর ডিজাইন এবং ক্যামেরা বিন্যাস Vivo X200 এর মতোই। ‘Mini’ ভ্যারিয়েন্টটি নীল এবং টাইটানিয়ামের পরিবর্তে পিঙ্ক এবং গ্রিন কালার অপশনগুলি অফার করবে। এছাড়াও, এটি ব্ল্যাক এবং হোয়াইট শেডে পাওয়া যাবে।
বর্তমানে, Vivo X200 সিরিজের গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোন তথ্য উপলব্ধ নেই। যদিও Vivo X200 এবং Vivo X200 Pro ফোন দুটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্ব বাজারে আসতে পারে বলে শোনা যাচ্ছে, তবে Vivo X200 Pro Mini বিশ্ববাজারে আসবে কিনা, সে সম্পর্কে কোনও স্পষ্টতা নেই। এবিষয়ে নিশ্চিতভাবে জানতে, আরও রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
সম্প্রতি চীনে ভিভো (Vivo) ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার আসন্ন Vivo X200 স্মার্টফোনের রিয়ার এবং ফ্রন্ট প্যানেলের ডিজাইনগুলি দেখানোর জন্য কিছু ছবি প্রকাশ করেছেন। তবে, কোম্পানি এখনও…