Vivo X200 Pro Mini: পোল খুললো ভিভোর ম্যানেজার, OLED ডিসপ্লের সাথে আসছে মিনি মডেল

Vivo X200 সিরিজের অধীনে একাধিক ফোন বাজারে আনতে চলেছে ভিভো। আসলে এর আগে জানা গিয়েছিল যে এই সিরিজের অধীনে Vivo X200, Vivo X200 Pro, Vivo…

Vivo X200 Pro Mini Officially Teased With Flagship Specifications

Vivo X200 সিরিজের অধীনে একাধিক ফোন বাজারে আনতে চলেছে ভিভো। আসলে এর আগে জানা গিয়েছিল যে এই সিরিজের অধীনে Vivo X200, Vivo X200 Pro, Vivo X200 Ultra মডেল তিনটি আসবে। তবে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Mini মডেলও এই সিরিজে অন্তর্ভুক্ত হবে। সেইমতো এখন ভিভোর ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার, জিয়া জিংডং Vivo X200 Pro Mini স্মার্টফোন থেকে একটি পোস্ট করে এই দাবি সত্যি প্রমাণিত করলেন।

Vivo X200 Pro Mini আসছে আগামী ১৪ অক্টোবর

ভিভো এক্স২০০ সিরিজ আগামী ১৪ অক্টোবর চীনে লঞ্চ হবে বলে জানা গেছে। তার আগে আজ ভিভো এক্স২০০ প্রো মিনি ফোন থেকে একটি পোস্ট শেয়ার করে ভিভোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন যে, তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন ওলিম্পিক চ্যাম্পিয়ন ঝেং কুইনওয়েন। এই পোস্টের উপরের দিকে ডিভাইসের নাম হিসেবে ভিভো এক্স২০০ প্রো মিনি উল্লেখ আছে।

Latest News Related To Vivo X200 Pro Mini Specification In Bengali On Tech Gup. Explore Vivo X200 Pro Mini Specification Image News, Photos In Bengali In Tech Gup
Vivo X200 Pro Mini Specification

এর আগে বিভিন্ন রিপোর্টে জানানো হয় যে, ভিভো এক্স২০০ সিরিজে দুধরনের প্রসেসর ব্যবহার করা হবে – কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর। ফলে মনে হচ্ছে মিনি মডেলে ডাইমেনসিটি প্রসেসর থাকতে পারে, যেটি ৯ অক্টোবর চীনে লঞ্চ হবে।

এছাড়াও ‌টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, Vivo X200 Pro Mini স্মার্টফোনে ৬.৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এটি Vivo X200 Pro এর নীচের ভার্সন হবে। অন্যান্য মডেলের মতো এতেও দুর্দান্ত ক্যামেরা, ফাস্ট চার্জিং ফিচার থাকবে। যদিও এই ডিভাইসটি সম্পর্কে বিশেষ কোনো তথ্য এখনও সামনে আসেনি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন