স্মার্টফোনের ইতিহাসে এই প্রথম! লঞ্চের আগে রেকর্ড ভেঙে তছনছ করল Vivo X200 Pro

চলতি সপ্তাহেই আসন্ন Oppo Find X8 Pro Satellite Communication Edition ফোনটিকে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে সর্বোচ্চ স্কোরের সাথে দেখা গেছে। MediaTek Dimensity 9400 প্রসেসর দ্বারা…

Ananya Sarkar 28 Sept 2024 8:11 AM IST

চলতি সপ্তাহেই আসন্ন Oppo Find X8 Pro Satellite Communication Edition ফোনটিকে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে সর্বোচ্চ স্কোরের সাথে দেখা গেছে। MediaTek Dimensity 9400 প্রসেসর দ্বারা চালিত স্মার্টফোনটি অভূতপূর্বভাবে ২৮,৮০,৫৫০ পয়েন্ট স্কোর করেছে। আর এখন, Vivo X200 Pro Satellite Communication Edition মডেলটি আনটুটু ডেটাবেসে হাজির হয়েছে। এই ফোনটিতেও MediaTek Dimensity 9400 প্রসেসরটি রয়েছে। এটি আনটুটু-তে প্রথমবার ৩ মিলিয়ন বা ৩০ লক্ষের বেশি পয়েন্ট অর্জন করে Oppo Find X8 Pro-এর রেকর্ড ভেঙে দিয়েছে।

Vivo X200 Pro Satellite Communication Edition কে দেখা গেল AnTuTu তালিকা

ভিভো প্রোডাক্ট ম্যানেজার হ্যান বক্সিয়াও ভিভো এক্স২০০ প্রো স্যাটেলাইট কমিউনিকেশন এডিশনের আনটুটু পারফরম্যান্স প্রকাশ করতে একটি স্ক্রিনশট অনলাইনে শেয়ার করেছেন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চালিত ডিভাইসটি ৩০,০৭,৮৫৩ পয়েন্টের অসাধারণ স্কোর অর্জন করেছে। এটি ইন্ডাস্ট্রির প্রথম স্মার্টফোন হিসেবে আনটুটু-তে ৩ মিলিয়ন বা ৩০ লক্ষ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে৷

সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ভিভো এক্স২০০ প্রো স্যাটেলাইট কমিউনিকেশন এডিশনের ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এই চিত্তাকর্ষক স্কোর অর্জন করেছে। পৃথকভাবে, এটি সিপিইউ পরীক্ষায় ৬,৫২,৩৮১ পয়েন্ট, জিপিইউ পরীক্ষায় ১৩,২২,৭৬১ পয়েন্ট, মেমরি পরীক্ষায় ৫,২১,৪৫৩ পয়েন্ট এবং ইউএক্স পরীক্ষায় ৫,১১,২৫৬ পয়েন্ট রেকর্ড করেছে। এই স্কোরগুলি ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির জন্য একটি নতুন বেঞ্চমার্ক সেট করেছে, যা সমস্ত ডিভাইসের মধ্যে সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদানের দিকে নির্দেশ করে।

জানিয়ে রাখি, MediaTek Dimensity 9400 চীনে আগামী ৯ অক্টোবর লঞ্চ হওয়ার কথা রয়েছে। Vivo X200, Vivo X200 Pro, Vivo X200 Pro Mini এবং Vivo X200 Pro Satellite Communication Edition সমন্বিত X200 সিরিজ হবে প্রথম, যা D9400 চিপের সাথে আসবে৷ রিপোর্ট অনুসারে, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৩ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে নির্মিত চিপসেটটি একটি ৩.৬৩ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এক্স৯২৫ আল্ট্রা-কোর, তিনটি ২.৮ গিগাহার্টজ গতির কর্টেক্স-এক্স৪ কোর এবং চারটি ২.১ গিগাহার্টজ স্পিডে কাজ করা কর্টেক্স-এ৭ সিরিজের কোর নিয়ে গঠিত। কর্টেক্স-এক্স৯২৫ একাই ৩৬ শতাংশ পারফরম্যান্স বুস্ট এবং পূর্বসূরির তুলনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI) ক্ষমতায় ৪১ শতাংশ উন্নতি অফার করবে।

গ্রাফিক্সের জন্য, MediaTek Dimensity 9400 চিপসেটটি Mali-G925-Immortalis MC12 জিপিইউ-এর সাথে যুক্ত, যা হার্ডওয়্যার-লেভেল রে ট্রেসিং প্রযুক্তি চালু করবে। এই আপগ্রেডের ফলে রে ট্রেসিং পারফরম্যান্সে ২০ শতাংশ উন্নতি, গ্রাফিক্স কর্মক্ষমতা ৩৭ শতাংশ বৃদ্ধি, জটিল তথ্য পরিচালনায় ৫২ শতাংশ উন্নতি এবং এআই ও মেশিন লার্নিং ওয়ার্কলোড ৩৪ শতাংশ বৃদ্ধি হবে। আর এই সবগুলিই মিলবে ৩০ শতাংশ কম পাওয়ার খরচের সাথে।

Show Full Article
Next Story