Vivo X200 Pro vs iPhone 16 Pro: পারফরম্যান্স ও ক্যামেরায় কোন ফোন সেরা, দেখুন পার্থক্য
ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড স্মার্টফোনের মধ্যে দুটি সেরা মডেল Vivo X200 Pro এবং iPhone 16 Pro। ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরার বিচারে কোনটা সেরা, চলুন জেনে নেওয়া যাক।
সদ্য দেশের বাজারে লঞ্চ হয়েছে Vivo X200 Pro স্মার্টফোন। তুখোড় ডিজাইন ও ফিচারের যুগলবন্দী রয়েছে এই মোবাইলে। প্রো মডেল হওয়ায় এতে একগুচ্ছ সুবিধা দিয়েছে ভিভো। আর এই ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা চলবে iPhone 16 Pro এর, যাকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন বলা যায়। ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসরের বিচারে দুই ফোনের মধ্যে সেরা কোনটা, আসুন সেই তুলনা দেখে নেওয়া যাক।
Vivo X200 Pro বনাম iPhone 16 Pro
ডিজাইন ও ডিসপ্লে : ভিভোর ফোনে পাবেন ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস। সঙ্গে মিলবে HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট। অপরদিকে, আইফোন ১৬ প্রো মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিটস পিক ব্রাইটনেস। ভিভোর ফোনে পাবেন অ্যালমুনিয়াম ফ্রেম ও ম্যাট রিয়ার প্যানেল। আইফোনে রয়েছে তুলনামূলক মজবুত টাইটানিয়াম ফ্রেম।
ক্যামেরা : ভিভোর ফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে। একটি ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, বাকি দুটি ২০০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। আইফোন ১৬ প্রো মডেলেও আছে তিনটি রিয়ার ক্যামেরা। এর মধ্যে মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, বাকি দুটি ১২ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। আইফোনে যেখানে 4K 120FPS ভিডিয়ো রেকর্ড করা যায়, ভিভোর ফোনে সেখানে 8K 30FPS রেকর্ডিং সম্ভব।
পারফরম্যান্স ও ব্যাটারি : ভিভোর মডেলে MediaTek Dimensity 9400 প্রসেসর রয়েছে। সর্বাধিক স্টোরেজ ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টার্নাল। আইফোনে রয়েছে অ্যাপলের নিজস্ব A18 প্রো চিপ। সর্বাধিক স্টোরেজ ৮ জিবি র্যাম এবং ১ টিবি ইন্টার্নাল।
দাম : ভিভো এক্স২০০ প্রো মডেলের ১৬ জিবি + ৫১২ জিবি এর দাম ৯৪,৯৯৯ টাকা। আর আইফোন ১৬ প্রো এর ১২৮ জিবি মডেলের দাম ১,১৯,৯০০ টাকা।
ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড স্মার্টফোনের মধ্যে দুটি সেরা মডেল Vivo X200 Pro এবং iPhone 16 Pro। ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরার বিচারে কোনটা সেরা, চলুন জেনে নেওয়া যাক।