Vivo X200 Pro নাকি Vivo X100 Pro: Gen Z এর দের জন্য সেরা স্মার্টফোন কোনটা
বর্তমানে প্রজন্মের কাছে স্মার্টফোনের চাহিদা আলাদা। সেই কথা মাথায় রেখেই বাজারে ঝড় তুলেছে Vivo X200 Pro এবং X100 Pro। কোম্পানির এই দুই ফোনের মধ্যে সেরা কোনটা? রইল তুলনা।
Vivo কোম্পানির ফোন অনেকেরই পছন্দের। ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে-সহ একাধিক বিভাগে ভালো পারফরম্যান্স দিতে পারে। সেইরকমই দুটি ফোন হল Vivo X200 Pro এবং X100 Pro। একটি এই বছরের, আর একটি গত বছরের। দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে এবং ফিচারের নিরিখে দুই ফোনের মধ্যে এগিয়ে কে? আসুন দেখে নেওয়া যাক তুলনা।
Vivo X200 Pro বনাম Vivo X100 Pro
ডিজাইন ও ডিসপ্লে : ভিভো X200 প্রোতে রয়েছে ভালো গ্রিপ, ক্যামেরার জায়গায় মেটাল রিং এবং ফ্ল্যাট স্ক্রিন। দুই ফোনেই পাবেন গ্লাস বডি ও অ্যালমুনিয়াম অ্যালয় ফ্রেম। ডিসপ্লের ক্ষেত্রে উভয় ফোনেই রয়েছে 6.78 ইঞ্চি স্ক্রিন, 1.5K+ রেজোলিউশন, 8T LTPO প্রযুক্তি। তবে এগিয়ে X200 প্রো, কারণ এতে পাবেন আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ভ ডিসপ্লে।
ব্যাটারি ও প্রসেসর : ভিভো X200 প্রো মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর এবং 6,000mAh ব্যাটারি ও 90 ওয়াট ফাস্ট চার্জিং। অন্যদিকে, ভিভো X100 প্রো মডেলে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্রসেসর এবং 5400mAh ব্যাটারি ও 100 ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট।
ক্যামেরা : ভিভো X200 প্রো মডেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে মূল ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony LYT সেন্সর। বাকি দুটি হল 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল ZEISS অপটিক্স-সহ টেলিফোটো ক্যামেরা।
অপরদিকে, X100 প্রো মডেলে রয়েছে 50 মেগাপিক্সেল Sony IMX প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, সঙ্গে 4.3x অপটিকাল জুম। দুই ফোনের ক্যামেরার ক্ষেত্রে এগিয়ে রয়েছে X200 প্রো মডেল।
দাম : Vivo X200 প্রো এর 16 জিবি + 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 94,999 টাকা। আর Vivo X100 প্রো এর 16 জিবি + 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 96,999 টাকা।
বর্তমানে প্রজন্মের কাছে স্মার্টফোনের চাহিদা আলাদা। সেই কথা মাথায় রেখেই বাজারে ঝড় তুলেছে Vivo X200 Pro এবং X100 Pro। কোম্পানির এই দুই ফোনের মধ্যে সেরা কোনটা? রইল তুলনা।