Vivo X200 সিরিজ ভারতে এক্সক্লুসিভ কালারে পাওয়া যাবে, থাকবে 200MP ক্যামেরা

Vivo X200 সিরিজ 'ন্যাচারাল গ্রিন' কালারে পাওয়া যাবে। এছাড়াও থাকবে টাইটেনিয়াম গ্রে ও কসমস ব্ল্যাক কালার অপশন।

Julai Mondal 23 Nov 2024 10:19 PM IST

Vivo X200 Series India Launch Soon: আজই সকালে আমরা জানিয়েছিলাম যে শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X200 সিরিজ। চীন ও মালয়েশিয়ায় পর এই সিরিজ এবার ভারতে আসবে। গতকাল ভিভো ইন্ডিয়ার তরফে এর টিজারও প্রকাশ করা হয়েছে। এখন আবার মাইস্মার্টপ্রাইস তাদের একটি প্রতিবেদনে ভারতে আসন্ন Vivo X200 ও Vivo X200 Pro স্মার্টফোন দুটির কালার ভ্যারিয়েন্ট সহ বিভিন্ন তথ্য শেয়ার করেছে। জানা গেছে এই সিরিজের ডিভাইসগুলি এদেশে নতুন কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Vivo X200 সিরিজের কালার অপশন

রিপোর্ট অনুযায়ী, ভিভো X200 সিরিজ 'ন্যাচারাল গ্রিন' কালারে পাওয়া যাবে। এছাড়াও থাকবে টাইটেনিয়াম গ্রে ও কসমস ব্ল্যাক কালার অপশন। বেস মডেলটির জন্য 'ন্যাচারাল গ্রিন' এক্সক্লুসিভ কালার হবে। আর প্রো মডেল প্রথমবারের মতো টাইটেনিয়াম গ্রে কালার সহ বাজারে উপলব্ধ হবে। উল্লেখ্য, চীনে Vivo X200 ও X200 Pro সেফায়ার ব্লু, টাইটেনিয়াম হোয়াইট, মুনলাইট এবং নাইট ব্ল্যাক কালার অপশন সহ লঞ্চ হয়েছিল।

Vivo X200 সিরিজ: ফিচার

রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে ভিভো X200 সিরিজের ফোনগুলি কোয়াড কার্ভড ডিসপ্লে সহ আসবে। এই ডিসপ্লে ও ডিভাইসগুলিতে ব্যবহৃত ফ্রেম প্রিমিয়াম অনুভূতি দেবে। আর পারফরম্যান্সের জন্য পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 SoC। আবার এগুলি IP68/69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে। ক্যামেরার কথা বললে X200 মডেলে ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি IMX921 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেল সনি IMX882 টেলিফটো সেন্সর থাকবে।

অন্যদিকে, প্রো মডেলে পাওয়া যাবে ওআইএস সহ 50 মেগাপিক্সেল সনি LYT-818 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 200 মেগাপিক্সেল এপিও টেলিফটো লেন্স। আর ডিভাইস দুটি 120Hz রিফ্রেশ রেট ও 1.5K OLED ডিসপ্লে সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য বেস ও প্রো মডেলে যথাক্রমে 5800mAh ও 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story