বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে Vivo X200 ও Vivo X200 Pro, দুর্দান্ত লুক সহ অসাধারণ ক্যামেরা

Vivo X200 Series Global Launch - সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Vivo X200 সিরিজ। বিশ্ব বাজারে খুব শীঘ্রই উপলব্ধ হতে চলেছে এই স্মার্টফোন সিরিজটি। চীনে এই সিরিজের অধীনে তিনটি ডিভাইস এসেছে - Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini।

Ankita Mondal 10 Nov 2024 5:32 PM IST

সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে Vivo X200 সিরিজ। বিশ্ব বাজারে খুব শীঘ্রই উপলব্ধ হতে চলেছে এই স্মার্টফোন সিরিজটি। চীনে এই সিরিজের অধীনে তিনটি ডিভাইস এসেছে - Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini। তবে মিনি ভার্সনটি চীনের বাইরে লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ কম। সেক্ষেত্রে প্রথম দুটি ভারতের বাজারে আসতে পারে। কয়েকদিন আগে ভিভো গ্লোবালের ওয়েবসাইটে এই সিরিজের জন্য মাইক্রো সাইট লাইভ হয়েছে। ফলে কিছুদিনের মধ্যেই এর লঞ্চের তারিখও সামনে আসবে বলে অনুমান করা যায়। তার আগে চলুন Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

ভিভো এক্স২০০ সিরিজ : ফিচার্স ও স্পেসিফিকেশন

এক্স২০০ এবং এক্স২০০ প্রো হ্যান্ডসেটে OLED ভিভিড ডিসপ্লে দিয়েছে ভিভো। নন-প্রো ভ্যারিয়েন্টে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে এবং প্রো ভ্যারিয়েন্টে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। উভয় মডেলেই পাবেন ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এলের পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। মাল্টিটাস্কিংয়ের জন্য হাই-এন্ড প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ ব্যবহার করা হয়েছে।

সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি ইন্টার্নাল স্টোরেজ সহ এসেছে ডিভাইসগুলি। গুচ্ছের ফাইল, ছবি, ভিডিয়ো সেভ রাখার পাশাপাশি হাই-এন্ড গেমও খেলা যাবে এতে। ক্যামেরার ক্ষেত্রেও হতাশ করেনি কোম্পানি। নন-প্রো মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা (সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট) এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ও টেলিফটো লেন্স।

অন্যদিকে, প্রো মডেলে থাকছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। দুই মডেলেরই সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। সফটওয়্যারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম পাওয়া যাবে ভিভো এক্স২০০ সিরিজে। ব্যাটারি ক্যাপাসিটির ক্ষেত্রে ভিভো এক্স২০০ মডেলে মিলবে ৫,৮০০ এমএএইচ এবং এক্স২০০ প্রো-তে ৬,০০০ এমএএইচ। সঙ্গে দুই মডেলেই আছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Show Full Article
Next Story