ভারতে লঞ্চ হচ্ছে Vivo X200 সিরিজ, টিজার প্রকাশ করে মোবাইল ফটোগ্রাফারদের বড় বার্তা

Vivo X200 সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। বেস মডেলের স্ক্রিন সাইজ ৬.৬৭ ইঞ্চি। আর প্রো মডেলের স্ক্রিন সাইজ ৬.৭৮ ইঞ্চি।

Suman Patra 23 Nov 2024 10:56 AM IST

এবার ভারতে আসছে Vivo X200 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ। যদিও লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এক্স প্ল্যাটফর্মে এই সিরিজের টিজার প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত অক্টোবরে X200 সিরিজের তিনটি ডিভাইস লঞ্চ হয়। এরপর ১৯ নভেম্বর এই সিরিজের বেস ও প্রো মডেল মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করেছে।

Vivo X200 সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে

আশা করা হচ্ছে, ভারতেও ভিভো X200 সিরিজের দুটি মডেল আসবে। এগুলি হল ভিভো X200 ও ভিভো X200 প্রো। যদিও চীনে এই সিরিজের অধীনে একটি মিনি মডেল লঞ্চ হয়েছিল। তবে এটি গ্লোবাল মার্কেটে আসবে না বলেও মনে হয়। ভারতে ফোন দুটি ফ্লিপকার্ট, ভিভো ই-স্টোর সহ অন্যান্য রিটেল সাইট থেকে কেনা যাবে।

অসাধারণ ক্যামেরা সহ দুর্দান্ত স্পেসিফিকেশন

ভিভো X200 সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। বেস মডেলের স্ক্রিন সাইজ ৬.৬৭ ইঞ্চি। আর প্রো মডেলের স্ক্রিন সাইজ ৬.৭৮ ইঞ্চি। উভয় মডেলে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মোবাইল ফটোগ্রাফারদের মন জয় করে নেবে ভিভো -র নতুন দুই ফোন। স্ট্যান্ডার্ড X200 মডেলে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ টেলিফটো সেন্সর উপস্থিত।

আবার X200 প্রো স্মার্টফোনে আছে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৮১৮ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২০০ মেগাপিক্সেল এপিও টেলিফটো লেন্স। এতে ভি৩ প্লাস ইমেজিং চিপও রয়েছে। উভয় ডিভাইস মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এগুলিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং আছে। বেস ও প্রো মডেলে যথাক্রমে ৫,৮০০ এমএএইচ ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

দাম

মালয়েশিয়ায় ভিভো X200 ফোনের দাম রাখা হয়েছে প্রায় ৭২,০০০ টাকা থেকে। আর এর প্রো মডেলের মূল্য ধার্য করা হয়েছে প্রায় ৯৪,০০০ টাকা। ভারতে এই সিরিজের ডিভাইসগুলির দাম আশেপাশেই থাকবে।

Show Full Article
Next Story