Vivo X200 series Launch: আজ ভারতে লঞ্চ হচ্ছে 200MP ক্যামেরার ভিভো ফোন, দাম ও ফিচার দেখে নিন

ভিভো এক্স২০০ ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম যেখানে ৬৫,৯৯৯ টাকা হবে, সেখানে ১৬ জিবি + ৫১২ জিবি বিকল্পের দাম আনুমানিক ৭১,৯৯৯ টাকা রাখা হতে পারে।

Ananya Sarkar 12 Dec 2024 7:30 AM IST

চলতি মাসের শুরুতে ভিভো ভারতে X200 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন Vivo X200 এবং X200 Pro আজ, ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। তবে লঞ্চের কয়েক ঘণ্টা আগে এখন এক টিপস্টারের সৌজন্যে সিরিজটির ভারতীয় মূল্য ফাঁস হয়েছে। গত অক্টোবরে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসরের সাথে এই সিরিজ চীনে লঞ্চ হয়েছিল। এরপর গতমাসে এই সিরিজ গ্লোবাল মার্কেটে এবং এখন ভারতে আসছে।

Vivo X200 সিরিজ আজ ভারতে লঞ্চ হচ্ছে

এক্স২০০ সিরিজ ভারতে আনার জন্য ভিভো ইন্ডিয়া একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। এছাড়া নীচে দেওয়া লিঙ্ক থেকেও ইভেন্টটি আপনি দেখতে পারবেন।

Vivo X200 সিরিজের দাম এল প্রকাশ্যে

সুপরিচিত টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়ায় ভিভো এক্স২০০ সিরিজের দাম শেয়ার করেছেন। চীনে এস২০০ লাইনআপের প্রারম্ভিক মূল্য ছিল ৪,৩০০ ইউয়ান বা প্রায় ৫০,২৩৫ টাকা। তবে কোম্পানি ভারতে ভিভো এক্স২০০ এর দাম শুরু হবে ৬৫,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ, ভারতীয় বাজারে আসতে চলা সংস্করণটি লক্ষণীয়ভাবে বেশ দামী হতে চলেছে

স্ট্যান্ডার্ড ভিভো এক্স২০০ ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম যেখানে ৬৫,৯৯৯ টাকা হবে, সেখানে ১৬ জিবি + ৫১২ জিবি বিকল্পের দাম আনুমানিক ৭১,৯৯৯ টাকা রাখা হতে পারে। অন্যদিকে, ভারতে ভিভো এক্স২০০ প্রো মডেলের একমাত্র ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ অপশনটির দাম ৯৪,৯৯৯ টাকা হতে পারে। চীনে, এই একই ভ্যারিয়েন্টটি ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬১,৯০০ টাকা) দামে উপলব্ধ।

ভিভো এক্স২০০ সিরিজের স্পেসিফিকেশন

সাম্প্রতিক টিজারগুলি নিশ্চিত করেছে যে, ভিভো এক্স২০০ সিরিজের রিয়ার ক্যামেরাগুলির জন্য জেইস (Zeiss) লেন্স ব্যবহার করা হবে। এই ডিভাইসগুলি ভারতের প্রথম ২০০ মেগাপিক্সেল জেইস এপিও টেলিফটো লেন্স এবং ভি৩+ ইমেজিং চিপসেট সহ আসা স্মার্টফোন হবে। পারফরম্যান্সের জন্য, মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর মিলবে এগুলিতে, যা ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজেও রয়েছে। এছাড়াও, থাকবে বিশাল ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, এআইও ফিচার এবং অ্যান্ড্রয়েড ১৫ ওএস ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম স্কিন সহ একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

উপলব্ধতা

ভারতে ভিভো এক্স২০০ সিরিজ ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে কেনা যাবে। এই সাইটগুলিতে ইতিমধ্যেই আসন্ন সিরিজের জন্য মাইক্রোসাইট তৈরি করা হয়েছে।

Show Full Article
Next Story