DSLR ক্যামেরা হার মানবে, বছর শেষে ধামাকা অফারের সাথে কিনুন Vivo X200 ও Vivo X200 Pro

সেলে ভিভো X200 সিরিজের উপর 10% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া আপনি চাইলে 10% পর্যন্ত ভি-আপগ্রেড এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। আবার জিও ব্যবহারকারীরা 6 মাসের জন্য 10টি ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

Julai Mondal 19 Dec 2024 11:43 PM IST

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo X200 সিরিজ। এই সিরিজের অধীনে দুটি ফোন এসেছে ভিভো X200 ও ভিভো X200 প্রো। ভিভোর এই দুটি ফোন আজ থেকে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। ভিভো X200 এর 12GB RAM + 256GB ভ্যারিয়েন্টের দাম 65,999 টাকা এবং 16GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 71,999 টাকা। অন্যদিকে ভিভো X200 প্রো ফোনটি শুধুমাত্র 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এর দাম 94,999 টাকা। ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের পাশাপাশি অফলাইন স্টোর থেকেও এই ফোনগুলি কেনা যাবে।

6 মাসের জন্য 10 টি ওটিটি অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে

সেলে ভিভো X200 সিরিজের উপর 10% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া আপনি চাইলে 10% পর্যন্ত ভি-আপগ্রেড এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। আবার জিও ব্যবহারকারীরা 6 মাসের জন্য 10টি ওটিটি অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। আবার ক্রেতারা 1 বছর পর্যন্ত বর্ধিত ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন।

এছাড়া ভিভো X200 সিরিজের সাথে আপনি যদি ভি-শিল্ড প্রোটেকশন কেনেন তবে 40% পর্যন্ত ছাড়ে পেতে পারেন। শুধু তাই নয়, এই ফোনগুলি 24 মাসের নো কস্ট ইএমআই সহ কেনা যাবে। এদের ইএমআই শুরু হবে 2750 টাকা থেকে। শুধু তাই নয়, ভিভো X200 সিরিজের ফোনগুলি কিনলে 400 টাকা ছাড়ে 1499 টাকায় Vivo TWS 3e নিজের করা যাবে।

ভিভো X200 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো X200 ফোনে আছে 6.67 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে এবং X200 প্রোতে পাওয়া যাবে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। উভয় ডিসপ্লে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। উপরন্তু, এগুলি 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। আবার পারফরম্যান্সের জন্য উভয় স্মার্টফোনে ডাইমেনসিটি 9400 চিপসেট।

ফটোগ্রাফির জন্য উভয় স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত। এর সাথে পাওয়া যাবে টেলিফটো লেন্সও। X200 এর টেলিফটো লেন্সের রেজোলিউশন 50 মেগাপিক্সেল। আবার X200 প্রো মডেলের রেজোলিউশন 200-মেগাপিক্সেল। এদের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। ব্যাটারির কথা বললে, X200 মডেলে 5800mAh ব্যাটারি এবং X200 প্রো মডেলে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই দুটি ফোনই 90W ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে।

Show Full Article
Next Story